Vivo X100 Pro features a Zeiss branded triple rear camera setup
Photo Credit: Vivo
আপনি যদি বেশি টাকা খরচ না করে ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবেন, তাহলে একটি দারুণ অফার লুফে নিতে পারেন৷ Vivo X100 Pro এখন অনলাইনে 30,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে৷ দুই বছর আগে লঞ্চের সময় যা দাম ছিল, তার থেকে এতটাই সস্তায় বিক্রি হচ্ছে ভিভোর প্রিমিয়াম ফোন৷ 2024 সালের মডেল হলেও এটি পারফরম্যান্স ও ক্যামেরা ডিপার্টমেন্টে এখনও প্রাসঙ্গিক৷ Vivo X100 Pro মডেলে Zeiss-টিউনড 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, 100x ডিজিটাল জুম সাপোর্ট, কোম্পানির ইন-হাউস ইমেজিং চিপ, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Wi-Fi 7, এবং 16 জিবি র্যামের মতো বৈশিষ্ট্য রয়েছে৷ চলুন ফোনটির অফার ও নতুন দাম সম্পর্কে জেনে নেওয়া যাক৷
Vivo X100 Pro ভারতে 2024 সালের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। সেই সময় 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ-যুক্ত সিঙ্গেল কনফিগারেশনের দাম 89,999 টাকা রাখা হয়েছিল। ফ্ল্যাগশিপ ফোনটি এখন অ্যামাজনে 59,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 30,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এটি অ্যাস্টোরয়েড কালার অপশনে লিস্টেড আছে।
Vivo X100 Pro-এর পুরো দাম Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে মেটালে 1,799 টাকা ক্যাশব্যাক হিসেবে মিলবে। এছাড়াও, এই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের নো-কস্ট EMI অপশন দেওয়া হচ্ছে৷ তিন মাসের জন্য মাসিক কিস্তি প্রায় 20,000 টাকা৷ আবার Scapia Federal ক্রেডিট কার্ডে EMI লেনদেনে 1,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে৷ মনে রাখবেন, Amazon-এর সেলার লিস্টিং প্রাইস যে কোনও সময় বাড়তে পারে।
স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, ভিভো এক্স100 প্রো-এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড 8T এলটিপিও কার্ভড ডিসপ্লে আছে৷ এটি HDR10+, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 3,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে Dimensity 9300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 5,400mAh ব্যাটারি থেকে পাওয়ার ব্যাকআপ পায়৷ এর সঙ্গে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f/2.5 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং f/2.0 অ্যাপারচার-যুক্ত একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম৷ সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনটির সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.