Redmi Note 15 5G কার্ভড AMOLED ডিসপ্লের সাথে ভারতে এসেছে।
Photo Credit: Redmi
Redmi Note 15 5G is equipped with a dual rear camera setup
Redmi Note 15 5G লঞ্চের মাধ্যমে নতুন বছরে নয়া উদ্যমে নিজেদের যাত্রা শুরু করল শাওমি। চীনের পর আজ ভারতে চলে এল রেডমির নোট সিরিজের নতুন জেনারেশন। Redmi Note 15 5G কার্ভড AMOLED ডিসপ্লের সাথে এসেছে। হ্যান্ডসেটটি 7.35 মিলিমিটার স্লিম। এতে IP66 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে। অর্থাৎ ফোনের ভিতরে ধুলো বা কোনও কঠিন পদার্থ প্রবেশ করতে পারবে না। এটি উচ্চ চাপের জলের স্প্রে থেকেও সুরক্ষিত। ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 108 মাস্টারপিক্সেল প্রাইমারি ক্যামেরা, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, Dolby Atmos প্রযুক্তির স্টেরিও স্পিকার, NFC, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, OIS-এর সাথে 4K ভিডিও রেকর্ডিং, রিভার্স ফার্স্ট চাজিং সাপোর্ট, ইত্যাদি।
রেডমি নোট 15 5G মডেলে 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,200 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,392) অফার করে। হাইড্রো টাচ 2.0 সাপোর্ট থাকায় হাত ভেজা থাকলেও টাচ কাজ করবে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
Redmi Note 15 5G চলবে Snapdragon 6 Gen 3 প্রসেসরে। সংস্থা দাবি করছে, এটি আগের প্রজন্মের তুলনায় 10 শতাংশ বেশি GPU পারফরম্যান্স ও 30 শতাংশ উন্নত CPU পারফরম্যান্স প্রদান করবে। রেডমি আরও জানিয়েছে, প্রসেসরটি 48 মাস বা 4 বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হবে। এই প্রসেসর 8 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। এছাড়াও, 8 জিবি মেমোরি ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করা যাবে।
রেডমির নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,520mAh ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। সংস্থা দাবি করছে, এই ব্যাটারির আয়ু 5 বছর। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.7 অ্যাপারচার-যুক্ত 108 মাস্টারপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনে Android 15 নির্ভর Hyper OS 2 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। সংস্থা চারটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছ।
Redmi Note 15 5G দু'টি স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ-যুক্ত বেস মডেলের দাম 19,999 টাকা। অন্য দিকে, 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 21,999 টাকা। মনে রাখবেন, এই দামের মধ্যে ছাড় অর্ন্তভুক্ত আছে। Axis, SBI, ও ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে লেনদেন করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। জানুয়ারি 9 থেকে Amazon, Vijay Sales, Reliance Digital সহ একাধিক রিটেল স্টোরে সেল শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iPhone 17e With 6.1-Inch Display and Dynamic Island to Enter Mass Production Soon, Tipster Claims