Vivo Y50s 5G ও Y50e 5G-তে lP64 স্তরের জল ও ধুলোরোধী রেটিং আছে৷
Photo Credit: Vivo
Vivo Y50s 5G and Vivo Y50e 5G pack a 6,000mAh battery
Vivo নতুন বছরের শুরুতে তাদের Y সিরিজ প্রসারিত করার ঘোষণা করেছে। চাইনিজ ব্র্যান্ডটি Vivo Y50s 5G এবং Vivo Y50e 5G নামে একজোড়া নতুন স্মার্টফোন বাজারে এনেছে। ফোনগুলি বেশি হাই-ফাই ফিচার্সের সাথে আসেনি। কোম্পানি প্রধানত ব্যাটারি ব্যাকআপ, ভরসাযোগ্য এবং দ্রুত 5G কানেক্টিভিটি, মাল্টিমিডিয়া, ও ডিউরাবিলিটির উপর গুরুত্ব দিয়েছে। উভয় মডেলে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে 12 জিবি পর্যন্ত র্যাম রয়েছে। নতুন ফোনদ্বয় Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। চলুন এদের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Vivo Y50s 5G ও Vivo Y50e 5G ফোন দু'টির সামনে 6.74 ইঞ্চি ফ্ল্যাট এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 1,600 x 720 পিক্সেল রেজোলিউশন (HD+) সমর্থন করে। উভয় মডেলে 6,000mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। Vivo Y50e 5G-এর ক্ষেত্রে চার্জিং স্পিড 15W। অন্য দিকে, Vivo Y50s 5G মডেলটি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দুই ফোনেই OTG রিভার্স চার্জিং ফিচার আছে।
Vivo Y50s 5G ও Vivo Y50e 5G-এর-এর পিছনে 1080P (FHD) ভিডিও রেকর্ডিং এবং অটোফোকাস সাপোর্টের সাথে 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সিকিউরিটির জন্য ফোনগুলি সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক বৈশিষ্ট্য অফার করে।
ভিভোর নতুন দুই ফোনে IP64 রেটিং আছে৷ যার অর্থ ডিভাইসের ভিতরে ধুলো কিংবা কোনও কঠিন পদার্থ প্রবেশ করতে পারবে না। পাশাপাশি এটি হালকা বৃষ্টি ও জলের ছিটা সহ্য করতে সক্ষম। দুই ফোনেই মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর আছে। এটি 12 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
Vivo Y50e 5G মডেলে eMMC 5.1 স্টোরেজ আছে, যেখানে Vivo Y50s 5G আরও ফাস্ট UFS 2.2 স্টোরেজের সাথে এসেছে। ফোনগুলিতে Android 15 নির্ভর OriginOS 5.1 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। এছাড়াও, অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে মাল্টি-সিস্টেম GPS, ইনফ্রারেড রিমোট, ও ডুয়াল সিম সাপোর্ট।
Vivo Y50e 5G-এর দাম চীনে 1,7499 ইউয়ান (প্রায় 22,000 টাকা) রাখা হয়েছে। এই মডেলে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। Vivo Y50s 5G এসেছে 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে। এদের দাম যথাক্রমে 1,799 ইউয়ান (প্রায় 23,300 টাকা) ও 1,999 ইউয়ান (প্রায় 25,800 টাকা)। এছাড়াও, 12 জিবি + 256 জিবি মেমোরির একটি ভ্যারিয়েন্ট আছে, যার দাম 2,299 ইউয়ান (প্রায় 30,000 টাকা। ভিভো ফোন দুইটি ভারতে আনবে কিনা, তা জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন