Vivo X200T সম্প্রতি ব্লুটুথ SIG ও ভারতের BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে।
Photo Credit: Vivo
Vivo X200T is expected to borrow its design from the Vivo X200 FE
Vivo X200T ফোনটি বিগত ক'দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এটি সম্প্রতি ব্লুটুথ SIG ও ভারতের BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। রিপোর্ট বলছে, স্মার্টফোনটি শীঘ্রই ভারতে আসতে পারে। আর এখন জানা গিয়েছে, Vivo X200T ঠিক কখন অফিসিয়ালি লঞ্চ হবে এবং দাম কেমন হতে পারে। জল্পনা শোনা যাচ্ছে, ফোনটিতে X200 FE-এর ডিজাইন ও X200s-এর স্পেসিফিকেশন সংমিশ্রণ ঘটবে। হ্যান্ডসেটের পিছনের তিনটি ক্যামেরাই 50 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। ক্যামেরা সেটআপ Zeiss ব্র্যান্ডিংয়ের সাথে আসতে পারে। চলুন দেখে নিই আসন্ন ফোন সম্পর্কে কী কী তথ্য প্রকাশ হয়েছে।
টেক ব্লগার যোগেশ ব্রার ও স্মার্টপিক্স যৌথ ভাবে জানিয়েছে, ভিভো এক্স200 ভারতে জানুয়ারির শেষে লঞ্চ হতে পারে। অর্থাৎ ফোনটি জানুয়ারির 26 থেকে 31 তারিখের মধ্যে রিলিজ হয়ে যেতে পারে। হ্যান্ডসেটটি স্টেলার ব্ল্যাক ও সিসাইড লিলাক কালার অপশনে আসারও কথা বলা হয়েছে প্রতিবেদনে। তবে ভিভো এখনও লঞ্চ সম্পর্কে কিছু ঘোষণা করেনি।
রিপোর্টে দাবি করা হয়েছে যে Vivo X200T-এর দাম ভারতে 50,000 টাকা থেকে 55,000 টাকার মধ্যে রাখতে পারে কোম্পানি। ফোনটি ডিজাইনের ক্ষেত্রে Vivo X200 FE মডেলের মতো হতে পারে, যা গত বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। অন্য দিকে, স্পেসিফিকেশনের দিক থেকে Vivo X200s-এর সঙ্গে সাদৃশ্য বজায় রাখবে। এক কথায় বললে, ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স এবং ফিচার্স পাওয়া যাবে।
দাবি সত্যি হলে, Vivo X200T-এর সামনে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। এটি 120Hz রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও Ultra HDR ইমেজ সাপোর্ট করবে। ফোনটি রান করবে MediaTek Dimensity 9400+ চিপসেটে। এটি তিন ন্যানোমিটার প্রসেসে নির্মিত ও পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ। ফোনে 6,200mAh ব্যাটারি মিলবে যা 90W ওয়্যার্ড চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং অফার করবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.0 অ্যাপারচার এবং 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। সেলফি ক্যামেরাটি হবে 50 মেগাপিক্সেলের।
প্রসঙ্গত Vivo X300 FE ফোনটিও ব্যুরো অফ ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডস-এর (BIS) ছাড়পত্র পেয়েছে। এটি 2026 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে ভারতে আসতে পারে। এটি চীনে উপলব্ধ Vivo S50 Pro Mini-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। ফোনে ফ্ল্যাগশিপ কিলার Snpdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হবে। দাম প্রায় 60,000 টাকার আশেপাশে থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন