Vivo X200 FE অ্যাম্বার ইয়েলো, ফ্রস্ট ব্লু, এবং লাক্স গ্রে রঙে পাওয়া যাচ্ছে
Photo Credit: Vivo
Vivo X200 FE সোমবার ভারতে লঞ্চ হল। এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা স্লিক এবং কম্প্যাক্ট ডিজাইনের সাথে এসেছে। Samsung Galaxy FE সিরিজের কায়দায় নতুন মডেলটিতে অপেক্ষাকৃত কম দামে প্রিমিয়াম ফিচার্স দিয়েছে কোম্পানি। ভিভো এই ফোনে অপটিক্যাল জায়েন্ট, Zeiss-এর সঙ্গে যৌথভাবে তৈরি ক্যামেরা ব্যবহার করেছে। এতে ব্যাক্তিগত বা পেশাদার মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য মাল্টিফোকাস পোট্রেট এবং চলার পথে নিখুঁত দৃশ্যগুলি ফটোবন্দি করতে স্ট্রিট ফটোগ্রাফি মোড আছে। Vivo X200 FE মোবাইলের হাইলাইটগুলির মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, IP68+IP69 ওয়াটার রেজিট্যান্স, 4 ন্যানোমিটারের MediaTek Dimensity 9300+ প্রসেসর, 6,500mAh ব্যাটারি, এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট।
Vivo X200 FE স্মার্টফোনের পিছনের প্যানেলে Zeiss প্রোফেশনাল ইমেজিং সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, 120 ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ 8 মেগাপিক্সেল ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম, OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। সামনে সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ভিভো X200 FE একটি 6,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যার এনার্জি ডেনসিটি 845Wh/L। এটি 25.44 ঘন্টা ইউটিউব প্লেটাইম এবং 9.55 ঘন্টা গেমিং সাপোর্ট করে। আলট্রা ফাস্ট 90W চার্জিং সাপোর্ট থাকার ফলে মাত্র 10 মিনিটের চার্জে টানা 3 ঘন্টা ভিডিয়ো দেখা যাবে। এতে TSMC-এর থার্ড জেনারেশন ফ্ল্যাগশিপ চিপ প্রসেসে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর রয়েছে।
ভিভোর এই ফোনে 6.31 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এই প্যানেলটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 1.5K (1,216x2,640 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, ও HDR10+ সমর্থন করে। ফোনটি Android 15 নির্ভর FuntouchOS 15 কাস্টম স্কিনে রান করে। এটি 7.99 মিমি পুরু এবং ওজন 186 গ্রাম। হ্যান্ডসেটটি 12 জিবি + 16 জিবি র্যাম (LPDDR5X) ও 256 জিবি + 512 জিবি স্টোরেজ (UFS 3.1) অপশনে উপলব্ধ।
ভারতে Vivo X200 FE এর বেস মডেলের দাম 54,999 টাকা। এতে 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড রয়েছে। এটি Vivo X200 সিরিজের সবচেয়ে সস্তা মডেল। আর 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 59,999 টাকা। ফোনটির প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে এবং এটি অ্যাম্বার ইয়েলো, ফ্রস্ট ব্লু, এবং লাক্স গ্রে রঙে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট ও ভিভো ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে জুলাই 23 থেকে বিক্রি শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.