50MP সেলফি ক্যামেরার Vivo X200 FE স্মার্টফোন 5,500 টাকা ছাড়ে কেনার সুযোগ

Vivo X200 FE ফ্লিপকার্ট ও ভিভো ইন্ডিয়ার ই-স্টোর থেকে কেনা যাবে।

50MP সেলফি ক্যামেরার Vivo X200 FE স্মার্টফোন 5,500 টাকা ছাড়ে কেনার সুযোগ

Photo Credit: Vivo

Vivo X200 FE অ্যাম্বার ইয়েলো, ফ্রস্ট ব্লু, এবং লাক্স গ্রে রঙে পাওয়া যাচ্ছে।

হাইলাইট
  • Vivo X200 FE ফোনে Zeiss ইমেজিং সহ ট্রিপল 50MP ব্যাক ক্যামেরা রয়েছে
  • ফোনটি MediaTek Dimensity 9300+ প্রসেসর দ্বারা পরিচালিত
  • এটি IP68 + IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট
বিজ্ঞাপন

Vivo X200 FE ভারতে জুলাই 14 লঞ্চ হয়েছিল। এক সপ্তাহের বেশি সময় পর ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির বিক্রি শুরু হয়েছে। সুন্দর ডিজাইন ও দুর্ধর্ষ ফিচার্সের কারণে ফোনটি আনুষ্ঠানিক লঞ্চের আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছিল। স্লিক এবং কম্প্যাক্ট ডিজাইন অন্যতম আকর্ষণ। নতুন মডেলটি Zeiss-এর ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করেছে। মাল্টিফোকাস পোট্রেট এবং স্ট্রিট ফটোগ্রাফির মতো মোড অসাধারণ ছবি তুলতে সাহায্য করে। Vivo X200 FE এর অন্যান্য বিশেষ ফিচারগুলির মধ্যে আছে IP68 + IP69 ওয়াটার রেজিট্যান্স, 90W ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, MediaTek Dimensity 9300+ প্রসেসর, ইত্যাদি।

ভারতে Vivo X200 FE এর দাম ও অফার

ভারতে Vivo X200 FE এর দাম 54,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ  রয়েছে। অন্যদিকে, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 59,999 টাকা। ফ্লিপকার্টে নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে অর্ডার করলে 5,500 টাকা পর্যন্ত ছাড় মিলবে। মাসে 1601 টাকা থেকে নো-কস্ট EMI শুরু হচ্ছে। ফোনটি অ্যাম্বার ইয়েলো, ফ্রস্ট ব্লু, এবং লাক্স গ্রে রঙে উপলব্ধ।

Vivo X200 FE স্পেসিফিকেশন ও ফিচার্স

Vivo X200 FE এর সামনে 6.31 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K (1,216x2,640 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, ও HDR10+ সমর্থন করে। ফোনটি Android 15 নির্ভর FuntouchOS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে স্কিনে রান করে। সিকিউরিটির জন্য ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটি  7.99 মিমি স্লিম এবং ওজন 186 গ্রাম।

ভিভো এক্স200 এফই Zeiss প্রোফেশনাল ইমেজিং সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ 8 মেগাপিক্সেল ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স বর্তমান। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 50 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা রয়েছে।

ভিভোর নতুন ফ্ল্যাগশিপে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে 6,500mAh ব্যাটারি রয়েছে যার এনার্জি ডেনসিটি 845Wh/L। এটি 25 ঘন্টা ইউটিউব প্লেটাইম সাপোর্ট করে। এবং 90W চার্জিং সাপোর্ট করার ফলে মাত্র 10 মিনিটের চার্জে একটানা 3 ঘন্টা ভিডিয়ো দেখতে পারবেন। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G, 4G, Wi-Fi, Bluetooth 5.4, GPS, OTG, NFC, ও USB Type-C পোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Ullu থেকে ALT Balaji, 18+ ভিডিয়ো দেখার 25টি জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করল সরকার
  2. Lava Blaze Dragon 5G সস্তায় AI ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
  3. Infinix Smart 10 মাত্র 6,799 টাকায় ভারতে লঞ্চ হল, কম দামে এত ফিচার্স বিশ্বাস হবে না
  4. iPhone ব্যবহারকারীদের জন্য খুশির খবর, নতুন iOS 26 ভার্সন ডাউনলোড করা যাচ্ছে
  5. 3D অডিও এফেক্টের সঙ্গে লঞ্চ হল Realme Buds T200, কিনতে মাত্র 1,699 টাকা খরচ
  6. Realme 15 5G ও Realme 15 Pro 5G লঞ্চ হল ভারতে, রয়েছে 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি
  7. শাওমির কামব্যাক, Redmi Note 14 SE 5G কম দামে বাজারে আসছে, দুর্দান্ত ফিচার্সে মন জয় করবে
  8. iQOO Z10R 5G ভারতে 4K Vlog ক্যামেরার সাথে লঞ্চ হল, ক্রেতাদের জন্য 2,000 টাকার বিশেষ ছাড়
  9. Itel আনল ভারতের প্রথম AI ফিচার ফোন Super Guru 4G Max, দাম শুনলে কিনতে ছুটবেন
  10. 50MP সেলফি ক্যামেরার Vivo X200 FE স্মার্টফোন 5,500 টাকা ছাড়ে কেনার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »