Photo Credit: Vivo
বিগত সোমবার চীনে Vivo X200-সিরিজটি লঞ্চকরা হয়েছে।সিরিজটিতে কোম্পানী তিনটি ফোন উন্মোচন করেছে-Vivo X200, X200 Pro এবং X200 Pro Mini।যেখানে পূর্ববর্তী মডেলদুটি কোম্পানীর X200সিরিজের উপর ভিত্তি করে তৈরি,সেখানে X200 pro Mini-টি সম্পূর্ণ নতুন একটি মডেল,যেটিতে একই হার্ডওয়ার আছে অথচ আরও“নিবিড় ফর্ম ফ্যাক্টর” দাবি করে।সিরিজটি নানারকম বৈশিষ্ট্য নিয়ে সমৃদ্ধ যেমন-নতুন MediaTek Dimensity 9400 চিপসেট, Origin OS 5 এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশিষ্ট্য,যারমধ্যে কোম্পানীর নিজস্ব সার্কেল-টু-সার্চ বৈশিষ্ট্যটি আছে।
চীনে Vivo X200-এর12জিবি +256জিবি বিকল্পটির দাম শুরু হচ্ছে CNY4,300(ভারতীয় মূল্যে প্রায় 51,000টাকা)।এটি 12জিবি+512জিবি,16জিবি+512 জিবি এবং16জিবি+1টিবি স্টোরেজের বিকল্পে উপলব্ধ আছে।
12জিবিRAM+256জিবি স্টোরেজেরVivo X200 pro এর দাম শুরু হচ্ছেCNY 5,999(প্রায়63,000টাকা)। এইএকই বিকল্পেরVivo X200 pro Mini-র দামCNY 4,699(প্রায় 56,000টাকা)।
এই তিনটি স্মার্টফোনই চারটিরঙের বিকল্পে উপলব্ধ আছে-কার্বন ব্ল্যাক,টাইটানিয়াম গ্রে,মুনলাইট হোয়াইট এবং স্যাফায়ারব্লু।আজই তিনটি হ্যান্ডসেট প্রীঅর্ডার করা যাবে।19সে অক্টোবর থেকে দোকানে X200এবং X200 Pro Mini এবং25অক্টোবর থেকে X200Proক্রয় করা যাবে।
X200-ফোনটিতে Zeiss-Natural-Colour-সমর্থিত একটি 6.67ইঞ্চির10বিট OLED LTPSকোয়াড বক্র স্ক্রীন আছে।স্পন্দহ্রাসের জন্য উচ্চ-ফ্রিকোয়েন্সির PWM ডিমিং,HD10+এবং4,500নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা বহন করে।ক্যামেরার ক্ষেত্রে এটিতে ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা আছে।একটি 50-মেগাপিক্সেরSony IMX921 প্রধান,একটি 50-মেগাপিক্সেলSony IMX882-টেলিফোটোসেন্সর এবংএকটি 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে।এটিতে90W-এর তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 5,800mAh-এর ব্লুভোল্টব্যাটারী আছে।
Vivo X200 Pro-তে কিছুপরিবর্তন ছাড়া মূলমডেলের মতো একটি স্ক্রিন রয়েছে।এটি120Hz-রিফ্রেশরেট সহ একটি LTPOপ্যানেল।এটির ডিসপ্লেটি1.63মিমির পাতলা কাঠামো সমৃদ্ধ।অন্যদিকে নতুন X200 Pro Mini-তে আরও নিবিড় একটি 6.31-ইঞ্চির চ্যাপ্টা ডিসপ্লে আছে।ভিভোওর প্রোমডেলদুটিতেই ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা আছে।একটি নতুন 50-মেগাপিক্সেল Sony LYT-818 ক্যামেরাএবংএকটি 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সামান্য পরিবর্তিত টেলিফটো ক্যামেরা।যেখানে প্রোমডেলটিতে একটি নতুন 200-মেগাপিক্সেলের Zeiss APOটেলিফটো ক্যামেরা এবংPro Mini-তে একটি50-মেগাপিক্সেল সেন্সর আছে।
Pro-মডেলের ক্যামেরা মডিউলটি ভিভোরV3+ ইমেজিং চিপের দ্বারা সমর্থিত।এটি 4K HDR সিনেমাটিক পোর্ট্রেটভিডিও এবং প্রতিসেকেন্ডে 60ফ্রেম পর্যন্ত(fps)10-বিট লগ-বৈশিষ্ট্যযুক্ত শুটিং করতে সক্ষম।প্রো-মডেলগুলি যথাক্রমে 90W-এর তারযুক্ত চার্জিং সমর্থিত6,000mAhএবং5,800mAh-ব্যাটারী দ্বারা চালিত।
তিনটি মডেলই দ্বিতীয় প্রজন্মের 3nmপ্রক্রিয়ায় তৈরী নতুন MediaTek Dimensity 9400 চিপসেট দ্বারা চালিত।এটিতে 3.6GHz-এর সর্বোচ্চ ক্লকস্পিডসহ একটি Cortex-X925-পারফরম্যান্স কোর আছে। স্মার্টফোনগুলো কোম্পানীর নতুন Origin OS 5-দ্বারা চালিত।এতে AI-বৈশিষ্ট্য,যেমন-কোম্পানীর নিজস্ব সার্কেল-টু-সার্চ বৈশিষ্ট্যটি আছে,যেটি সহজেই ব্যবহারকারীদের কোনো তথ্য খুঁজতে সাহায্য করে। এছাড়াও কোম্পানী একটি“Origin Island”নামক ডায়নামিক আইল্যান্ডের মতো উপাদান এনেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন