Vivo X200T ভারতে 2026 সালের জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে।
Photo Credit: Vivo
Vivo X200T is said to be similar to the Vivo X200 FE (pictured)
ভিভোর গত বছরের ফ্ল্যাগশিপ Vivo X200 সিরিজের অধীনে একটি নতুন মডেল লঞ্চের ব্যাপারে ইতিমধ্যেই জানতে পেরেছেন অনেকেই। Vivo X200T নামে সেই ফোনটি ফের চর্চায় উঠে এসেছে। স্মার্টফোনটি 2026 সালের গোড়াতেই আনুষ্ঠানিকভাবে মার্কেটে লঞ্চ হতে পারে। কিন্তু তার আগেই এখন আসন্ন ফোনটির ফিচার্স এবং মেজর স্পেসিফিকেশনগুলি ফাঁস হয়েছে। Vivo X200T মডেলের দুই বড় চমক হল সাত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পলিসি এবং ভার্চুয়াল গ্রাফিক্স কার্ড। এটি MediaTek Dimensity 9000 সিরিজের পাওয়ারফুল চিপসেটের সঙ্গে আসছে। সূত্রের তরফে হ্যান্ডসেটের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন সম্পর্কেও জানানো হয়েছে।
টেক ব্লগার অভিষেক যাদব সূত্র উদ্ধৃত করে X প্ল্যাটফর্মে Vivo X200T সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। জানা গিয়েছে যে ফ্ল্যাগশিপ ফোনটি 2026 সালের জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে পারে। যদিও ভিভো নিজে এখনও এই বিষয়ে কিছু জানায়নি। আসন্ন ফোনে MediaTek Dimensity 9400+ প্রসেসর ব্যবহার হওয়ার সম্ভাবনা। এই ফ্ল্যাগশিপ Android চিপসেট তিন ন্যানোমিটার প্রসেসে নির্মিত ও পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ।
ভিভো এক্স200টি তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে আসার দাবি করা হয়েছে। পিছনের প্যানেলের প্রতিটি ক্যামেরার রেজোলিউশন 50 মেগাপিক্সেল হবে। সেলফি ক্যামেরার তথ্য প্রকাশ হয়নি। ডিভাইসটি দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট পাবে। এটি পাঁচটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং সাত বছরের জন্য সিকিউরিটি আপডেট পেতে পারে। নিরাপত্তার জন্য, ফোনটির স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
সূত্র আরও দাবি করেছে, Vivo X200T-এর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে 4.5K ন্যানোফ্লুইড ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম। হ্যান্ডসেটটি ভার্চুয়াল গ্রাফিক্স কার্ড ও ফ্রেম ইন্টারপোলেশন প্রযুক্তি নিয়ে আসতে পারে। এটি গেম খেলার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর মাধ্যমে গেমের দৃশ্যকে আরও মসৃণ করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
ভিভোর নতুন ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এখনও জানা যায়নি। তবে এটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি দিয়ে সজ্জিত থাকার কথা জানা গিয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে ফোনটি Vivo X200 FE-এর সঙ্গে মিল রেখে আসবে, তবে আপগ্রেড করা ফিচার্স অফার করবে।
প্রসঙ্গত, Vivo X200 FE ভারতে জুলাইতে লঞ্চ হয়েছিল। ফোনটির দাম শুরু হচ্ছে 54,999 টাকা (12 জিবি + 256 জিবি) টাকা থেকে। এই ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, Zeiss ইমেজিং-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা, IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, 90W ফাস্ট চার্জিং, MediaTek Dimensity 9300+ প্রসেসর, এবং 6,500mAh ব্যাটারি রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New FIFA Game to Launch on Netflix Games in Time for FIFA World Cup Next Year
Honor Magic V6 Tipped to Launch With 7,200mAh Dual-Cell Battery, Snapdragon 8 Elite Gen 5 SoC