Vivo X200T দুর্ধর্ষ 50MP ট্রিপল Zeiss ক্যামেরা ও 6,200mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল

Vivo X200T স্মার্টফোনে সাত বছর সফটওয়্যার আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।

Vivo X200T দুর্ধর্ষ 50MP ট্রিপল Zeiss ক্যামেরা ও 6,200mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল

Vivo X200T is equipped with a Zeiss-tuned triple rear camera unit

হাইলাইট
  • Vivo X200T ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সাথে এসেছে
  • ভিভোর নতুন ফ্ল্যাগশিপে MediaTek Dimensity 9400+ প্রসেসর আছে
  • স্মার্টফোনে সিলিকন অ্যানোড প্রযুক্তির 6,200mAh ব্যাটারি রয়েছে
বিজ্ঞাপন

Vivo X200T মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Zeiss ক্যামেরার সাথে এসেছে। হাই-পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 9400+ প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। নয়া ফোনে সাত বছর সফটওয়্যার আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। Vivo X200T মডেলের মুখ্য আকর্ষণ হল ক্যামেরা। এছাড়াও, বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 4,500 বর্গ মিমি লিকুইড কুলিং ভ্যাপার চেম্বার সিস্টেম, ভার্চুয়াল গ্রাফিক্স কার্ড, বাইপাস চার্জিং, 4K 60fps ভিডিও রেকর্ডিং, মাল্টি-ফোকাল HD পোট্রেট, নেটফ্লিক্স HDR, eSIM সাপোর্ট, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং-সহ আরও অনেক কিছু। চলুন নতুন ফোনের দাম ও খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

Vivo X200T স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো এক্স200টি Zeiss অপটিক্স যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিটের সাথে এসেছে। এতে f/1.57 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX921), 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স (Samsung JN1), এবং 50 মেগাপিক্সেল Zeiss সুপার টেলিফটো ক্যামেরা (Sony IMX882) আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

ভিভোর নতুন ফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও 460 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এই ফোনে তৃতীয় প্রজন্মের সিলিকন অ্যানোড প্রযুক্তির 6,200mAh ব্যাটারি রয়েছে। এর সাথে 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ও 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

Vivo X200T ফোনে Android 16 নির্ভর OrginOS 6 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা পাঁচটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) দেবে। আবার সাত বছর সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+ প্রসেসরে চলবে। এটি 12 জিবি LPDDR5x Ultra র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটের ওজন 203 গ্রাম (ব্ল্যাক) পুরুত্ব 7.9 মিমি।

Vivo X200T দাম ও অফার

Vivo X200T ভারতে দুইটি স্টোরেজ অপশনে এসেছে। বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 59,999 টাকা। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 69,999 টাকা। লঞ্চ অফারের অধীনে Axis ও HDFC ব্যাঙ্কের কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। 

এছাড়াও, 5,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে৷ ভিভো এক বছর ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি ও 18 মাস নো-কস্ট EMI অফার করছে৷ Vivo X200T ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, অন্যান্য অফলাইন রিটেল স্টোরে ফেব্রুয়ারি 3 থেকে পাওয়া যাবে। এটি সিসাইড লিলিয়াক ও স্টেলার ব্ল্যাক কালার অশপনে উপলব্ধ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X200T দুর্ধর্ষ 50MP ট্রিপল Zeiss ক্যামেরা ও 6,200mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল
  2. iQOO 15 Ultra ফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, 24 জিবি র‍্যাম ও ফ্ল্যাগশিপ প্রসেসরে ধুরন্ধর পারফরম্যান্স
  3. ভারতে লঞ্চের আগেই 200MP ক্যামেরার Redmi Note 15 Pro সিরিজের দাম লিক হল, 512 জিবি স্টোরেজ মিলবে
  4. BSNL আনল রিপাবলিক ডে স্পেশাল রিচার্জ প্ল্যান, দিনে 7 টাকায় 2.6 জিবি ডেটা ও আনলিমিটেড কলিং
  5. Redmi Turbo 5 ও Turbo 5 Max বিশাল 9,000mAh ব্যাটারির সাথে জানুয়ারি 29 লঞ্চ হচ্ছে
  6. কাল লঞ্চ, আজ দাম ফাঁস, Vivo-র সস্তা ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা চমকে দেবে
  7. Redmi Note 15 Pro সিরিজে বড় চমক, 200MP ক্যামেরার সাথে স্মার্টওয়াচ ফ্রি, প্রি-বুকিং শুরু হল
  8. Oppo Find X10 ফ্ল্যাগশিপ ফোনের সংজ্ঞা বদলে দেবে, এই প্রথম বেস মডেলে 200MP টেলিফটো ক্যামেরা
  9. Vivo V70 সিরিজ দাম ও স্পেসিফিকেশন লঞ্চের আগেই ফাঁস, দেখতে যেন আইফোন
  10. Tecno Pop 20: টেকনোর নতুন বাজেট ফোন হাজির, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল-মেসেজ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »