Vivo X300 সিরিজের হাইলাইট হবে ক্যামেরা
Photo Credit: Weibo/ Huang Tao
Vivo X300 সিরিজকে ঘিরে উন্মাদনা বাড়ছে। ভিভো অক্টোবরে দু'টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে পারে — Vivo X300 ও Vivo X300 Pro। অফিসিয়াল লঞ্চের আগে, এখন ফোনগুলির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। ভিভোর ভাইস প্রেসিডেন্ট (পণ্য) হুয়াং তাও চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি শেয়ার করেছেন। আসন্ন Vivo X300 কোম্পানির প্রিমিয়াম ফোনের সিগনেচার স্টাইল বজায় রেখেছে, তবে ডিজাইনে কিছু গুরুত্বপূর্ণ পরিমার্জন এনেছে। উল্লেখ্য, Vivo X300 Pro বিশ্বের প্রথম স্মার্টফোন হবে যা একটি কমিউনিকেশন বুস্টার চিপ এবং চারটি ওয়াই-ফাই বুস্টারের সমন্বয়ে সিগন্যাল চিপ দিয়ে সজ্জিত।
Vivo X300 সিরিজে আগের X200 সিরিজের মতোই গোলাকার ক্যামেরা মডিউল রাখা হয়েছে, তবে এবার তাতে আরও চাকচিক্য যোগ করা হয়েছে। ফোনের পেছনের অংশে একটি বিশেষ ধরনের কাঁচ রয়েছে, যা গরম করে বা গলানোর চেষ্টা না করে নিজস্ব বৈশিষ্ট্য ব্যবহারের মাধ্যমে রূপ দেওয়া হয়েছে। রঙের বিকল্প হিসেবে ব্ল্যাক, ইজি ব্লু, উইল্ডারনেস ব্রাউন এবং পিঙ্ক নিশ্চিত করেছে কোম্পানি।
Vivo X300 and Vivo X300 Pro-এর অফিসিয়াল ছবি
Photo Credit: Weibo/ Huang Tao
ভিভো এক্স300 সিরিজের মূল আকর্ষণ নিঃসন্দেহে ক্যামেরা সিস্টেম। ভিভো এক্স300 এবং এক্স300 প্রো উভয় মডেলেই 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ চতুর্থ প্রজন্মের Zeiss ইমেজিং সেটআপ থাকবে। স্ট্যান্ডার্ড মডেলে 23 মিমি Zeiss 200 মেগাপিক্সেল মেইন সেন্সর থাকতে পারে। অন্য দিকে, Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেলের 85 মিমি Zeiss APO টেলিফটো লেন্স থাকার কথা বলা হয়েছে, যা এই ক্যাটাগরির সবচেয়ে উন্নত ক্যামেরাগুলির মধ্যে একটি।
Vivo X300 ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.31 ইঞ্চির 8T LTPO AMOLED ডিসপ্লে, HDR10+ সাপোর্ট, আই প্রোটেকশন, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টেলিফটো ম্যাক্রো লেন্স, ও হাই-স্পেক USB পোর্ট থাকবে। Pro ভেরিয়েন্টে BOE Q10 Plus ডিসপ্লে এবং Dimensity 9500 প্রসেসর থাকতে পারে। এতে ডুয়াল চ্যানেল UFS 4.1 ফোর-লেন স্টোরেজও মিলবে, যা সর্বোচ্চ 8.6 জিবিপিএস রাইটিং ও রিডিং স্পিড অফার করবে বলে দাবি করা হচ্ছে।
ভিভো নতুন ফোনগুলির ব্যাটারির ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। Vivo X300 Pro মডেলে 7,000mAh ব্যাটারি থাকতে পারে, যা আগের বছরের Pro ভেরিয়েন্টের থেকে 1,000mAh বেশি। এতে কাস্টম-বিল্ট এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর পাওয়া যাবে, যা ভিভো এক্স সিরিজের ইতিহাসে বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী ভাইব্রেশন মোটর। বেস ও প্রো উভয়ই তাদের সবচেয়ে পাতলা অংশে 7 মিমি পুরু হবে। ফোন দু'টি অক্টোবর 13 চীনে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.