Vivo X300 সিরিজের ফোনগুলি সঙ্গে অতিরিক্ত লেন্স দিচ্ছে ভিভো। যার নাম Zeiss টেলিকনভার্টার কিট।
Photo Credit: Vivo
Vivo X300 Pro features a 200-megapixel telephoto Camera
আজ বুধবার দেশজুড়ে Vivo X300 ও Vivo X300 Pro-এর সেল শুরু হয়েছে। Vivo X300 লাইনআপ স্মার্টফোন ক্যামেরার সংজ্ঞা যেন পাল্টে দিয়েছে। দুই ফোনে 200 মেগাপিক্সেল Zeiss Ultra-Clear ইমেজিং সিস্টেম এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনগুলি সঙ্গে অতিরিক্ত লেন্স দিচ্ছে ভিভো। যার নাম Zeiss টেলিকনভার্টার কিট। এটি ফোনের ক্যামেরার সঙ্গে জুড়লে DSLR-এর মতো ছবি তোলা যাবে। অনেক দূরের বন্যপ্রাণী বা প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরভাবে ক্যামেরাবন্দি হবে। প্রথম সেল উপলক্ষ্যে দারুণ সব অফার পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে ক্যাশব্যাক, নো-কস্ট EMI, ও অতিরিক্ত ওয়ারেন্টির মতো সুবিধা।
Vivo X300 এর দাম ভারতে 75,999 টাকা (12 জিবি র্যাম + 256 জিবি) থেকে শুরু হচ্ছে। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 81,999 টাকা ও 85,999 টাকা। এটি এলিট ব্ল্যাক, সামিট রেড, ও মিস্ট ব্লু কালার অপশনে উপলব্ধ। Vivo X300 Pro এর দাম 1,09,999 টাকা ও এটি 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে এসেছে। ডিভাইসটি ডিউন গোল্ড ও এলিট ব্ল্যাক রঙে কেনা যাবে। Zeiss টেলিকনভার্টার লেন্সের দাম 18,999 টাকা রাখা হয়েছে।
Vivo X300 সিরিজের যে কোনও মডেলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। SBI, HDFC, Kotak, IDFC First ব্যাঙ্কের কার্ডে সুবিধাটি মিলবে। সঙ্গে 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন থাকছে। ক্রেতারা অতিরিক্ত 1 বছর বিনামূল্যে ওয়ারেন্টি পাবেন। ফোন + লেন্স কিট একসঙ্গে কিনলে 4,000 টাকা ডিসকাউন্ট ও অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করেছে ভিভো।
এছাড়াও, জিরো ডাউন পেমেন্ট, 60 শতাংশ বাইব্যাক ভ্যালু, V-Shield-এর উপর 70 শতাংশ ডিসকাউন্ট, ও 3167 টাকা থেকে মাসিক কিস্তির প্ল্যান শুরু হচ্ছে। ফোন দু'টি Flipkat, Amazon, Vivo India ই-স্টোর, ও প্রথম সারির রিটেল স্টোরগুলি থেকে কেনা যাচ্ছে।
Vivo X300 এবং X300 Pro-এর সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচার্স এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। তাও ক্যামেরা মুখ্য আকর্ষণ হওয়ার কারণে ডিটেলস আলাদা করে প্রতিবেদনে উল্লেখ করা হল। স্ট্যান্ডার্ড X300 মডেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে।
Vivo X300 Pro 50 মেগাপিক্সেল Sony-LYT-828 মেইন ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল HPB APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল Samsung JN1 আলট্রাওয়াইড ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনগুলির সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
My Hero Academia Vigilantes Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?
Can This Love Be Translated is Coming Soon on Netflix: What You Need to Know
Theeyavar Kulai Nadunga OTT Release Date: When and Where to Watch it Online?
Emily in Paris Season 5 OTT Release Date: When and Where to Watch it Online?