Vivo V70 Series, Vivo X200T, ও Vivo X300 FE-এর ভারতীয় লঞ্চ টাইমলাইন ও দাম ফাঁস হয়েছে।
Photo Credit: Vivo
Vivo V70 Series, Vivo X200T, ও Vivo X300 FE-এর দাম ফাঁস হয়েছে
Vivo X300 সিরিজ ভারতে লঞ্চ হয়েছে বেশি দিন হয়নি। ইতিমধ্যেই সংস্থার একঝাঁক প্রিমিয়াম ফোনের আগমন ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে Vivo V70 Series, Vivo X200T, ও Vivo X300 FE। ভারতে অফিসিয়াল লঞ্চের আগে এখন স্মার্টফোনগুলির দাম অনলাইনে ফাঁস হয়েছে। Vivo V70, Vivo V70 Elite, এবং Vivo X200T জানুয়ারির শেষে ভারতে আসার সম্ভাবনা আছে বলে দাবি করা হয়েছে। Vivo X300 FE ভারতের বাজারে কিছুটা পরে আসতে পারে। চলুন দেখে নিই এই ফোনগুলি কেমন দামে আসতে পারে ও কী কী স্পেসিফিকেশন থাকবে।
টেক ব্লগার অভিষেক যাদবের দেওয়া তথ্য অনুসারে, ভিভো 2026 সালের জানুয়ারিতে তিনটি নতুন ফোন ভারতে আনতে পারে। আগামী মাসের শেষে লঞ্চ হতে পারে Vivo V70, Vivo V70 Elite, এবং Vivo X200T। অন্য দিকে, Vivo X300 FE মডেলটির লঞ্চ টাইমলাইন নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।
Vivo V70 এ দেশে একটিমাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। ফোনটির 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 45,000 টাকা হওয়ার সম্ভাবনা। এটি লাল ও হলুদ রঙের বিকল্পে মিলতে পারে। অন্য দিকে, Vivo V70 Elite মডেলটির সম্ভাব্য দাম 50,000 টাকার আশেপাশে থাকতে পারে। তবে সংস্থা এখনও লঞ্চের তারিখ বা প্রাইস সম্পর্কে কিছু জানায়নি।
Vivo X200 ভারতে 55,000 টাকা মূল্যে আসতে পারে। এটি শুধু অনলাইনে উপলব্ধ হবে৷ এছাড়াও, Vivo X300 FE মডেলটির দাম প্রায় 60,000 টাকার আশেপাশে হতে পারে। সূত্রের দাবি, এগুলি অফিসিয়াল প্রাইস নয়৷ তাই লঞ্চ হওয়ার সময় স্পেসিফিকেশন ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে দাম কিছুটা বেশি ও কম হতে পারে।
প্রসঙ্গত, ভিভো এক্স200টি-এর বেশ কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশন সদ্য ফাঁস হয়েছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে দাবি করা হয়েছে। পিছনের প্রতিটি ক্যামেরার রেজোলিউশন 50 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। হাই-পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 9400+ প্রসেসর ব্যবহার করতে পারে কোম্পানি। এই ফ্ল্যাগশিপ চিপ 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এবং পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ।
ভিভোর এই ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে। তবে ব্যাটারির ক্ষমতা এখনও জানা যায়নি। নিরাপত্তার জন্য ফোনের স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ডিভাইসটি পাঁচটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। আরও জানা গিয়েছে যে Vivo X200T-এর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে ন্যানোফ্লুইড ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
All India Rankers Now Streaming on Netflix: What You Need to Know
Andhra King Taluka OTT Release: When and Where to Watch Ram Pothineni’s Telugu Film