Vivo X300 সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি!

Vivo X300 এবং Vivo X300 Pro উভয়ই Zeiss-এর ইমেজিং সিস্টেম ও 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার সঙ্গে এসেছে।

Vivo X300 সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি!

Photo Credit: Vivo

Vivo X300 সিরিজ ক্যামেরায় বাজিমাত করেছে

হাইলাইট
  • Vivo X300 ও X300 Pro-এর সামনে 50MP সেলফি ক্যামেরা আছে
  • Vivo X300 সিরিজ MediaTek Dimensity 9500 প্রসেসরে চলে
  • দুই স্মার্টফোনেই IP68 জলরোধী রেটিং আছে
বিজ্ঞাপন

Vivo X300 সিরিজের এন্ট্রিতে তোলপাড় স্মার্টফোনের দুনিয়া। আজ চীনে একটি অনুষ্ঠানে Vivo X300 এবং Vivo X300 Pro অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে। এগুলি প্রথম ফ্ল্যাগশিপ ফোন যা MediaTek-এর নতুন Dimensity 9500 প্রসেসরের সঙ্গে এসেছে। Vivo X সিরিজ ফটোগ্রাফির জন্য পরিচিত। কোম্পানির লেটেস্ট মডেলও ক্যামেরার ক্ষমতা নয়া উচ্চতা স্পর্শ করেছে। X300 এবং Vivo X300 Pro উভয়ই Zeiss-এর ইমেজিং সিস্টেম, V3+ ইমেজ প্রসেসিং চিপ, ও 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে। এছাড়াও, Vivo X300 সিরিজে ডুয়াল স্পিকার, IP68 জলরোধী রেটিং, NFC, Wi-Fi 7 সাপোর্টের মতো বৈশিষ্ট্য রয়েছে।

Vivo X300 এবং X300 Pro ডিসপ্লে স্পেসিফিকেশন

Vivo X300 Pro মডেলটি 6.78 ইঞ্চি ফ্ল্যাট BOE Q10 LTPO OLED ডিসপ্লের সঙ্গে এসেছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,800 x 1,216 পিক্সেল), HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। অন্য দিকে, বেস মডেলেও BOE-এর একই ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে, তবে এটি আকারে সামান্য ছোট (6.31 ইঞ্চি) এবং রেজোলিউশন 2,640 x 1,216 পিক্সেল। সিকিউরিটির জন্য দুই স্মার্টফোনেই ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Vivo X300 এবং X300 Pro ক্যামেরা স্পেসিফিকেশন

ভিভো এক্স300 সিরিজে ক্যামেরা ডিপার্টমেন্টে বাজিমাত করেছে। ভিভো এক্স300 প্রো মডেলটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল Samsung JN1 আলট্রাওয়াইড লেন্স, ও 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। Zeiss-সমর্থিত এই ক্যামেরা সিস্টেমে প্রি-প্রসেসিং এবং পোস্ট-প্রসেসিং-এর জন্য যথাক্রমে Vs1 ও V3+ ইমেজিং চিপ দেওয়া হয়েছে।

স্ট্যান্ডার্ড ভিভো এক্স300 মডেলের পিছনে একটি 200 মেগাপিক্সেলের Samsung HPB প্রাইমারি OIS ক্যামেরা, আলট্রাওয়াইড লেন্স সহ 50 মেগাপিক্সেল Samsung JN1 সেন্সর, এবং 50 মেগাপিক্সেল Sony LYT-602 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এতে V3+ পোস্ট-প্রসেসিং চিপ উপলব্ধ। বেস এবং প্রো উভয় মডেলের সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ফোনগুলিতে Zeiss-এর 2.35x টেলিফটো কনভার্টার যুক্ত করা যাবে।

Vivo X300 এবং X300 Pro প্রসেসর, স্টোরেজ, ব্যাটারি, সফটওয়্যার

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন দু'টি মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। উভয় মডেলে Android 16-নির্ভর Origin OS 6.1 প্রি-ইনস্টল আছে। X300 Pro-তে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সহ 6,510mAh ব্যাটারি আছে। বেস মডেলের ব্যাটারি ক্যাপাসিটি হল 6,040mAh.

Vivo X300 এবং X300 Pro দাম

চীনে Vivo X300-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,399 ইউয়ান (প্রায় 54,700 টাকা)। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,699 ইউয়ান (প্রায় 58,400 টাকা), 4,999 ইউয়ান (প্রায় 62,100 টাকা), 5,299  ইউয়ান (প্রায় 65,900 টাকা), ও 5,799 ইউয়ান (প্রায় 72,900 টাকা)। অন্য দিকে, Vivo X300 Pro-এর দাম 5,299 ইউয়ান (প্রায় 65,900 টাকা) থেকে শুরু হচ্ছে। ফোনগুলি ভারতে কবে আসবে তা এখনও জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Vivo Pad 5e ট্যাব
  2. Vivo X300 সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি!
  3. 200 মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়াল স্ক্রিনের সঙ্গে লঞ্চ হল Samsung W26 স্মার্টফোন
  4. Samsung এর OIS ক্যামেরার ফোন মাত্র 12,499 টাকায়! কোথায় পাবেন জেনে নিন
  5. দিওয়ালি সেলে Xiaomi এর ডুয়েল সেলফি ক্যামেরা স্মার্টফোনে 17,000 টাকার বিশাল ডিসকাউন্ট
  6. Ulaa Browser: গুগলের মাথাব্যাথার কারণ ভারতীয় অ্যাপ, এই 5 ফিচারে ক্রোমকে দিচ্ছে টক্কর
  7. 200 মেগাপিক্সেলের দুর্ধর্ষ ফোন আনছে Xiaomi, কবে লঞ্চ হতে পারে জেনে নিন
  8. 200MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি সহ ঝড় তুলতে আসছে Oppo Reno 15 Pro Max
  9. Samsung Galaxy M17 5G মাত্র 12,499 টাকায় লঞ্চ হল, দাম কম হলেও ক্যামেরা অসাধারণ
  10. অবশেষে Google Pixel 10 Pro Fold-এর সেল শুরু, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »