Vivo X300 ও X300 Pro অক্টোবরে 13 চীনে MediaTek Dimensity 9500 চিপসেটের সঙ্গে লঞ্চ হতে পারে৷
Vivo X300 সিরিজে X200 লাইনআপের মতো ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে
Vivo X300 সিরিজ অক্টোবর মাসেই আত্মপ্রকাশ করতে পারে। সংস্থার অফিসিয়াল ঘোষণার আগেই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির লঞ্চের তারিখ ফাঁস হয়েছে। MediaTek Dimensity 9500 প্রসেসর চালিত প্রথম ডিভাইস হবে এটি। Vivo X200 ও X200 Pro গত বছর অক্টোবরে লঞ্চ হয়েছিল৷ অর্থাৎ, খবর সত্যি হলে, উত্তরসূরী মডেলগুলি চলতি বছর একই সময়ে বাজারে আসবে। Vivo X300 Pro বিশ্বের প্রথম ডুয়াল UFS 4.1 ফোর-লেন স্টোরেজ যুক্ত ফোন হবে। এটি রিড এবং রাইটিং স্পিডে যুগান্তর আনবে। এছাড়াও, হ্যান্ডসেটটি 200 মেগাপিক্সেল HPB টেলিফটো লেন্সের সঙ্গে আসতে চলেছে। বেস ও প্রো মডেল উভয়ই তাদের সবচেয়ে পাতলা অংশে 7 মিমি পুরু হবে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গিয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 চিপসেট দ্বারা চালিত প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন অক্টোবর 13 লঞ্চ হতে পারে। এটি Vivo X300 সিরিজ হবে বলেই অনুমান করা হচ্ছে। আবার অন্য একটি পোস্টে, টিপস্টার দাবি করেছে, স্ট্যান্ডার্ড Vivo X300 মডেলটিতে একটি 50 মেগাপিক্সেল Sony LYT602 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে।
Vivo X300 ফোনটিতে 6.31 ইঞ্চি 8T LTPO ডিসপ্লে, একটি APO পেরিস্কোপ টেলিফটো লেন্স, টেলিফটো ম্যাক্রো লেন্স, একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি হাই-স্পেক USB পোর্ট, এক্সক্লুসিভ BOE সাপোর্ট, এবং আই প্রোটেকশন থাকবে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি সাধারণত প্রো ভেরিয়েন্টে পাওয়া যায়, কিন্তু এবার সব স্ট্যান্ডার্ড মডেলেই উপলব্ধ হবে। এতে 50 মেগাপিক্সেল Zeiss APO পেরিস্কোপ টেলিফটো লেন্সও রয়েছে। সঙ্গে এক্সক্লুসিভ কাস্টম LYT-602 সেন্সর এবং Zeiss T* আবরণ ব্যবহার করা হয়েছে। এটি টেলিফটো ম্যাক্রো লেন্সও সমর্থন করে।
অন্য দিকে, Vivo X300 Pro বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে, যেখানে একটি কমিউনিকেশন বুস্টার চিপ এবং চারটি ওয়াই-ফাই বুস্টারের সমন্বয়ে সিগন্যাল চিপ আছে। এটি সিগন্যাল এক্সপেরিয়েন্স উল্লেখযোগ্যভাবে উন্নত করে। ফোনটিতে ডুয়াল-চ্যানেল UFS 4.1 ফোর-লেন স্টোরেজও থাকবে, যা সর্বোচ্চ 8.6 জিবিপিএস রাইটিং এবং রিডিং স্পিডে পৌঁছাবে বলে দাবি করা হচ্ছে।
ডিভাইসটিতে ব্যবহার করা হবে নতুন, কাস্টম-বিল্ট এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর৷ এই মোটরে উন্নত ইলেক্ট্রোম্যাগনেটিক সলিউশন, উন্নত ডিজাইন, ও বিশেষ অ্যালয় উপাদান রয়েছে। এটি ভিভো এক্স সিরিজের ইতিহাসে বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী ভাইব্রেশন মোটর। Vivo X300 Pro স্মার্টফোনে টেলিফটো লেন্সের জন্য বিশেষভাবে কাস্টমাইজড 200 মেগাপিক্সেল HPB সেন্সর ব্যবহার করা হবে।
হ্যান্ডসেটটির মেইন ক্যামেরায় f/1.57 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের LYT828 1/1.28″ গিম্বল-গ্রেড সেন্সর থাকবে। এছাড়া, Vivo X300 ও Vivo X300 Pro দু'টি ফোনেরই সামনের দিকে Zeiss-এর 50 মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার অটোফোকাস সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন