Vivo X300 Pro Features a 200 Megapixel Periscope Camera
Photo Credit: Vivo
Vivo X300 সিরিজ অক্টোবর 13 চীনে লঞ্চ হয়েছিল। Vivo X300 ও X300 Pro মডেলের দু'টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছিল সংস্থা। ফোন দু'টি ডিসেম্বর মাসের শুরুতে ভারতে লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে তার আগে Vivo X300 লাইনআপ গ্লোবাল মার্কেটে রিলিজ করা হয়েছে। Vivo X300 ও X300 Pro মডেল দু'টির গ্লোবাল ভার্সনেও শক্তিশালী MediaTek Dimensity 9500 প্রসেসর, Zeiss-ইমেজিং সহ 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, IP68 রেটিং, 16 জিবি পর্যন্ত র্যাম, টেলিফটো এক্সটেন্ডার কিট, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
উভয় ফোনের পিছনে তিনটি ক্যামেরা আছে। ভিভো এক্স300 প্রো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং OIS বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে। এতে ছবির প্রি-প্রসেসিং এবং পোস্ট-প্রসেসিং এর জন্য যথাক্রমে Vs1 ও V3+ ইমেজিং চিপ বর্তমান।
স্ট্যান্ডার্ড ভিভো এক্স300 একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি OIS ক্যামেরা, আলট্রাওয়াইড লেন্স সহ 50 মেগাপিক্সেল সেন্সর, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করে। ফোনটিতে শুধু V3+ পোস্ট-প্রসেসিং চিপ উপলব্ধ। দুই ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Vivo X300 Pro ফ্ল্যাট 6.78 ইঞ্চি LTPO OLED ডিসপ্লের সঙ্গে এসেছে যা 1.5K রেজোলিউশন (2,800 x 1,216 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। বেস মডেলে একই ডিসপ্লে প্যানেল ব্যবহার হয়েছে, তবে এর আকার 6.31 ইঞ্চি এবং রেজোলিউশন 2,640 x 1,216 পিক্সেল।
ভিভো তাদের দুই নতুন ফোনে ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর দিয়েছে, যা 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 512 টিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। উভয় মডেল Android 16-নির্ভর Origin OS 6 কাস্টম সফটওয়্যারে রান করে। বেস ও প্রো মডেলে যথাক্রমে 5,360mAh এবং 5,440mAh ব্যাটারি আছে৷ এটি 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। প্রসঙ্গত, Vivo X300 এবং X300 Pro-এর চাইনিজ ভ্যারিয়েন্টে যথাক্রমে 6,040mAh ও 6,510mAh ব্যাটারি রয়েছে।
Vivo X300 Pro ইউরোপে শুধু 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের সঙ্গে যাওয়া যাবে। এর দাম 1,399 ইউরো (প্রায় 1,43,000 টাকা) রাখা হয়েছে। অন্য দিকে, X300 মডেলটির দাম 1,049 ইউরো (প্রায় 1,08,000 টাকা) থেকে শুরু হচ্ছে। এই দুই ফোন ডিসেম্বরে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.