IP69+ রেটিং থাকায় Vivo Y31d বৃষ্টিতে ভিজলেও ড্যামেজ হবে না।
Photo Credit: Vivo
Vivo Y31d comes with IP68 + IP69 + IP69+ dust and water ingress protection
Vivo Y31d নিঃশব্দে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই ফোনের দুই বড় আকর্ষণ হল পাওয়ারফুল ব্যাটারি এবং জল ও ধুলো থেকে সর্বোচ্চ মানের প্রোটেকশন রেটিং। স্মার্টফোনে 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং-সহ 7,200mAh ব্যাটারি রয়েছে। ফোনে IP68, IP69, এবং IP69+ রেটিং আছে। এটি সর্বোচ্চ 1.5 মিটার গভীর জলে 30 মিনিট পর্যন্ত ডুবে থাকলেও ক্ষতিগ্রস্ত হবে না। তাছাড়া বৃষ্টিতে ভিজলেও ড্যামেজ হবে না। Vivo Y31d এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, লেটেস্ট Android 16 OS, 400 শতাংশ ভলিউম বুস্টের সাথে স্টেরিও স্পিকার, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ডুয়াল-ব্যান্ড WiFi, ইত্যাদি।
Vivo Y31d স্মার্টফোনে 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,250 নিট পিক ব্রাইটনেস, 256 পিপিআই পিক্সেল ডেনসিটি, ও HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) সাপোর্ট করে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা হয়েছে। সংস্থা দাবি করছে, ফোনের 44W ফ্ল্যাশচার্জ সিস্টেম ব্লু ভোল্ট 7,200mAh ব্যাটারিকে 43 মিনিটের মধ্যে 1 থেকে 50 শতাংশ চার্জ করে দেবে।
ভিভো ওয়াই31ডি বাইপাস চার্জিং সাপোর্ট করে৷ এই প্রযুক্তি চার্জার থেকে স্মার্টফোনের মাদারবোর্ডে বিদ্যুৎ পাঠায়। গেম খেলা বা এডিটিং সম্পর্কিত ভারী কাজের সময় বাইপাস চার্জিং অত্যন্ত উপযোগী। কারণ ব্যাটারি চার্জ না হওয়ার কারণে মোবাইল ফোন ঠান্ডা থাকে। ভিভো জানিয়েছে, ব্যাটারি ছয় বছর টিকবে। ফোনে 8 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
ছবি ও ভিডিয়ো তোলার জন্য, Vivo Y31d এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি f/2.0 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কল করার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনে 6 ন্যানোমিটার ফ্যাব্রিক্রেশনে নির্মিত অক্টা-কোর Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এতে 5G কানেক্টিভিটির সাপোর্ট নেই।
সফটওয়্যারের দিক থেকে Vivo Y31d ফোনে Android 16 অপারেটিং সিস্টেম ভিত্তিক Origin OS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। এতে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্প্যাস, জাইরোস্কোপ, এবং IR (ইনফ্রারেড) সেন্সর বর্তমান।
ভিভোর নতুন ফোন কম্বোডিয়া ও ভিয়েতনামে লঞ্চ হয়েছে। তবে দুই দেশে কত দাম রাখা হয়েছে, তা এখনও জানা যায়নি। এই বিষয়ে খুব শীঘ্রই ঘোষণা আসবে বলে আশা করা যায়। ডিভাইসটি গ্লো হোয়াইট ও স্টারলাইট গ্রে কালার অপশনে উপলব্ধ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
PS Plus Monthly Games for February Announced: Undisputed, Subnautica: Below Zero, Ultros and Ace Combat 7