Vivo Y500 এর পিছনে গোল ক্যামেরা মডিউল আছে
Photo Credit: Vivo
সাম্প্রতিক সময়ে, Vivo চীনের পাশাপাশি ভারতে একের পর এক স্মার্টফোন লঞ্চ করেছে। সেই তালিকায় বাজেট, মিড-রেঞ্জ থেকে শুরু করে ফ্ল্যাগশিপ, এমনকি আলট্রা প্রিমিয়াম ফোল্ডেবল মডেলও রয়েছে। চাইনিজ সংস্থাটি এবার একটি নতুন ফোনের টিজার প্রকাশ করেছে। Vivo Y400 5G শীঘ্রই চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। এটি আগস্টের প্রথম সপ্তাহে IP69 রেটিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 6,000mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হওয়া Vivo Y400 5G এর উত্তরসূরী বা আপগ্রেড ভার্সন হিসেবে আসছে। কোম্পানিটি তাদের Y সিরিজের আপকামিং মডেলটির ডিজাইন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে।
কোম্পানিটি Weibo (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) এর একটি পোস্টে Vivo Y500 এর ছবি প্রকাশ করে শীঘ্রই আগমনের বার্তা দিয়েছে। তবে পোস্টে স্মার্টফোনটির লঞ্চের দিনক্ষণ বা কোনও ফিচার্স উল্লেখ করা হয়নি। কেবল একে "দীর্ঘস্থায়ী, টেকসই ও শক্তিশালী হ্যান্ডসেট" বলে দাবি করা হয়েছে। টিজার ছবিতে Vivo Y500 এর শুধু পিছনের অংশ দেখানো হয়েছে। এর ক্যামেরা মডিউলটি দেখতে বৃত্তাকার।
Vivo Y500 এর টিজার ইমেজ ছাড়া স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কিত কোনও তথ্য সামনে আসেনি। উল্লেখ্য, ভিভো আগস্ট 21 চীনে Vivo Vision মিক্সড রিয়েলিটি হেডসেটের লঞ্চ ইভেন্ট আয়োজন করবে। একই দিনে কোম্পানির বার্ষিক ইমেজিং ফেস্টিভ্যালও অনুষ্ঠিত হবে। সেখানে আসন্ন স্মার্টফোনটির বিস্তারিত তথ্য প্রকাশ হতে পারে বলে আশা করা যায়।
জানিয়ে রাখি, Vivo Y400 5G ভারতে 21,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলটি 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। অন্যদিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,999 টাকা। ফোনটির সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল), ও 1,800 নিট লোকাল পিক ব্রাইটনেস, সাপোর্ট করে।
Vivo Y400 5G ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে 50 মেগাপিক্সেল (Sony IMX852) মেইন ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (f/2.4 অ্যাপারচার) রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ফোনটির 6,000mAh ব্যাটারি 90W চার্জারের মাধ্যমে 20 মিনিটের মধ্যে 1-50 শতাংশ চার্জ হয়ে যায়।
ভিভোর নতুন ফোনটি Snapdragon 4 Gen 2 প্রসেসরে রান করে। IP68 + IP69 ডুয়াল রেটিং জল এবং ধুলো থেকে রক্ষা করে। ফোনটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এছাড়া, AI নোট অ্যাসিস্ট, AI ট্রান্সকিপ্ট অ্যাসিস্ট, ও সার্কেল টু সার্চের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্য রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.