পকেট-সই দামে নতুন 5G ফোন নিয়ে এল Vivo। শুক্রবার লঞ্চ হয়েছে Vivo Z6 5G। আপাতত চিনে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে রয়েছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা। কোম্পানি জানিয়েছে এই ফোনে একাধিক স্তরে গ্রাফাইট হিট সিঙ্ক ব্যবহার হয়েছে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 85 মিমি লিকুইড কুলিং টিউব। Vivo জানিয়েছে শুধুমাত্র কম্পিউটার প্রসেসরেই এই ধরনের কুলিং ব্যবহার হয়। কোম্পানির দাবি এর ফলে প্রসেসরের তাপমাত্রা সব সময় সাধারণ তাপমাত্রার থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে দীর্ঘ সময় একটানা গেম খেললেও ফোন গরম হবে অথবা স্লো হবে না।
Vivo Z6 5G -র দাম শুরু হচ্ছে 2,198 ইউয়ান (প্রায় 22,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 2,598 ইউয়ান (প্রায় 26,000 টাকা) খরচ হবে। ফোনের পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ থাকছে।
ডুয়াল সিম Vivo Z6 5G -তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। স্মার্টফোন গেমারদের জন্য এই ফোনে বিশেষ Multi-Turbo 3.0 ও Game Space 3.0 থাকছে। এই ফোনে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ।
Vivo Z6 5G -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে 16 মেগাপিক্সেল সেন্সর থাকছে।
এটাই Realme 6 Pro! লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Vivo Z6 5G -তে 5,000 mAh ব্যাটারি থাকছে। এই ব্যাটারিতে 44W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। কানেক্টিভিটির জন্য ডুয়াল ব্যান্ড 5G সাপোর্টের সঙ্গেই রয়েছে 4G LTE, Bluetooth 5.1, Beidu, GLONASS, GPS, Galileo, 3.5 মিমি অডিও পোর্ট ও USB Type-C পোর্ট। এই ফোনের ওজন 201 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন