নিজেদের ওয়েবসাইটে এক ভিডিও পোস্টে Xiaomi জানিয়েছে 28 জুন ইভেন্টে নতুন প্রোডাক্ট লঞ্চ করবে কোম্পানি। এই ইভেন্টে লঞ্চ হতে পারে বহু চর্চিত Xiaomi Mi A2 বা Mi Max 3 এর মতো ফোনগুলি। এছাড়াও এই ইভেন্টে Xiaomi Mi 6X এর Miku-এডিশান লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর এপ্রিলে চিনে Xiaomi Mi 6X ফোনটি লঞ্চ হয়েছিল। আর সেই ফোনের নাম বদলে বিশ্বব্যাপী Xiaomi Mi A2 ফোনটি লঞ্চ করবে Xiaomi। 20 সেকেন্ডের একটি ভিডিওতে কোম্পানি জানিয়েছে ইতিমধ্যেই ঘোষিত একটি ফোন লঞ্চ করবে Xiaomi। এর সাথেই কোম্পানি জানিয়েছে ইতিমধ্যে 10 লক্ষ Mi Band 3 বিক্রি করেছে Xiaomi। লঞ্চের মাত্র 17 দিনের মধ্যেই এই বিপুল সংখ্যক Mi Band 3 লঞ্চ করেছে কোম্পানিটি। এছাড়াও অনলাইনে Mi Band 3 এর এক্সপ্লোরার এডিশান অনলাইনে দেখা গিয়েছে।
পোস্ট করা এই ভিডিওতে Xiaomi জানিয়েছে “ভবিষ্যত থেকে একটি উপহার”। অর্থাৎ নতুন ডিভাইস সময়ের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বলে দাবি করেছে Xiaomi।
এই ভিডিওতে একটি সবুক রঙের বাক্স দেখা গিয়েছে। এই বাক্স দেখে অনেকে মনে করছেন এই ইভেন্টে হাটসুনি মিকু এডিশান Mi 6X ফোনটি লঞ্চ করা হবে। এছাড়াও ‘ভবিষ্যতের উপহার’ কথা থেকেও সেই আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি এই ফোনের খবত ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল। এক রিপোর্টে জানা গিয়েছিল এই ফোনের দাম হতে চলেছে 2,099 ইউয়ান (প্রায় 21,800 টাকা)। সেই রিপোর্টে দেখা বাক্সের সাথে কোম্পানির বাক্স হুবহু মিলে যাচ্ছে।
এছাড়াও এই বড় বাক্স দেখে অনেকেই মনে করছেন এই ইভেন্টেব Mi Max 3 ফোনটি লঞ্চ করবে Xiaomi। আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Mi Max 3 তে থাকবে MIUI 10, 6.9 ইঞ্চি FHD+ ডিসপ্লে Snapdragon 636 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
গত মাসে চিনে লঞ্চ হয়েছিল Xiaomi-র লেটেস্ট বাজেট ফিটনেস ব্যান্ড Mi Band 3। চিনে 169 ইউয়ান (প্রায় 1,800 টাকা) থেকে এই ব্যান্ডের দাম শুরু। কম দামের জন্য প্রচুর গ্রাহকের নজর কাড়ে এই ফিটনেস ব্যান্ড। এবার কোম্পানির সিইও জানিয়েছেন মাত্র 17 দিনে 10 লক্ষ Mi Band 3 বিক্রি করেছে Xiaomi। এর সাথেই Mi Band 3 এর এক্সপ্লোরার এডিশান বাজারে আসতে চলেছে। এই ব্যান্ডে থাকবে ট্রান্সপারেন্ট রিস্ট স্ট্র্যাপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন