সত্যি কি 25শে এপ্রিলের আগেই অনলাইন এ লিক হয়ে গেলো Xiaomi Mi6 এক্স এর গোপন তথ্য ? Mi 6 এক্স বা Mi A2, xiaomi-র মধ্য মাঝারি রেঞ্জের হ্যান্ডসেটটি 25শে এপ্রিল চীনের একটি অনুষ্ঠানে প্রকাশিত হওয়ার কথা ছিল. তবে তার আগেই এন্ড্রয়েড.কম নামক সাইটটিতে এই মোবাইলটির বৈশিষ্ট্য ও মূল্য সম্পর্কিত বেশ কিছু তথ্য পাওয়া গেলো.
এই সাইট অনুযায়ী এই মোবাইলটি চীনের স্মার্টফোনের বাজারে একটি দৃষ্টান্ত হতে চলেছে. মোবাইলটিতে থাকছে 6 ইঞ্চি ডিসপ্লে (সম্পূর্ণ HD ও 1080x2160 পিক্সেলস), 4 জিবি RAM ও 32 জি বি অথবা 64 জিবি ইনবিল্ট স্টোরেজ. এন্ড্রোইড 8.1.0 ওরিও এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে.
একটি চিনা ওয়েবসাইটে জানা গিয়েছে 4 জি বি RAM /64 জি বি মডেলটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় 18,900 টাকা এবং 6 জি বি RAM /64 GB মডেল টির দাম 21,000 টাকা হতে চলেছে. এই মোবাইলটিতে AI প্রযুক্তিও কাজে লাগানো হবে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.