Photo Credit: Digitec
বিশ্ব বাজারে Mi A2 নামে বিক্রি হতে পারে চিনের Mi 6X ফোনটি। গত কয়েক মাস ধরেই ইন্টারনেটে এই ফোন নিয়ে একাধিক রিপোর্ট দেখা গিয়েছে। এবার সুইজারল্যান্ডের এক রিটেল ওয়েবসাইটে এই ফোনের দাম স্পেসিফিকেশান সহ সব তথ্য ফাঁস হয়ে গেল। Mi 6X এর মতোই ডিজাইন থাকবে নতুন Mi A2 তে। এই ওয়েবসাইটে জানানো হয়েছে কালো, নীল ও সোনালী কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে।
সুইজারল্যান্ডের Digitec ওয়েবসাইটে জানানো হয়েছে 32 GB Mi A2 এর দাম হবে 289 ইউরো (প্রায় 19,800 টাকা)। এছাড়াও 64 GB মডেল কিনতে খরচ হবে 329 ইউরো (প্রায় 22,500 টাকা)। আর সর্বোচ্চ 128 GB Mi A2 এর দাম 369 ইউরো (প্রায় 25,200 টাকা)।
সুইজারল্যান্ডের এই রিটেল ওয়েবসাটে জানানো হয়েছে Mi A2 একটি Android One স্মার্টফোন। এই ফোনে থাকবে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। Mi 6X এ এই একই ডিসপ্লে ব্যাবহার হয়েছে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট। সাথে থাকবে 4GB RAM। আগেই জানানো হয়েছে 32GB, 64GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
Mi A2 তে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারী সেন্সার থাকবে। এছাড়াও ফোনের সামনে থাকবে একটি 20MP সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে একটি 3010 mAh ব্যাটারি আর Quick Charge 3.0। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C।
সুইস ওয়েবসাইটে পাওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে Mi 6X আর Mi A2 এর স্পেসিফিকেশানে কোন তফাৎ নেই। এই দুটি ফোনের একমাত্র তফাৎ ফোনের অপারেটিং সিস্টেম। Mi A2 একটি Android One ডিভাইস, অর্থাৎ এই ফোনে স্টক অ্যানড্রয়েড চলবে। অন্যদিকে Mi 6X এ চলে কোম্পানির জিজস্ব কাস্টমাইয়িজড উইজার ইন্টারফেস MIUI।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন