Xiaomi CC9 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 32 মেগাপিক্সেল সেলফি শুটার। টিজারে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে।
Photo Credit: Weibo
2 জুলাই লঞ্চ হবে Xiaomi CC9
2 জুলাই লঞ্চ হবে Xiaomi CC9 আর CC9e। আগামী মঙ্গলবার চিনে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। লঞ্চের আগে বাজার গরম করতে এই ফোনের টিজার প্রকাশ শুরু করল Xiaomi। সম্প্রতি Xiaomi CC ফোনের ছবি ও রিটেল বাক্সের ছবি প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। Xiaomi CC9 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 32 মেগাপিক্সেল সেলফি শুটার। টিজারে এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে।
চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে CC9 ফোনের টিজার প্রকাশ করেছেন Xiaomi প্রধান লেই জুন। এই ফোনের পিছনে রয়েছে গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশ। সাথে থাকছে ট্রিপল ক্যামেরা। তবে ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। মনে করা হচ্ছে এই ফোনে ডিসপ্লের নীচে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে নীচে থাকছে স্পিকার গ্রিল আর USB Type-C পোর্ট।
![]()
Xiaomi Mi CC9 রিটেল বাক্স
ছবি: Weibo
অন্য এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi প্রোডাক্ট ম্যানেজার লাও ওয়েই Xiaomi CC9 ফোনের রিটেল বাক্সের ছবি প্রকাশ করেছেন।
তরুন প্রজন্মের কথা মাথায় রেখে সম্প্রতি নতুন CC সিরিজের স্মার্টফোন সিরিজ ঘোষনা করেছিল Xiaomi। এই সিরিজের প্রথম দুটি স্মার্টফোন Xiaomi CC9 আর CC9e। 2 জুলাই চিনে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন।
Xiaomi CC9 এর দাম শুরু হচ্ছে 2,599 ইউয়ান (প্রায় 26,200 টাকা) থেকে। Xiaomi CC9 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730 চিপসেট, 4,000 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জিং।
Xiaomi CC9 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল আর 12 মেগাপিক্সেল সেন্সর। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft Announces Halo: Combat Evolved Remake for 2026, Confirms Halo Games Are Coming to PS5
OnePlus 15 New Gaming Core Chip, Other Specifications Revealed Hours Before Launch