চিনে লঞ্চ হল CC সিরিজের প্রথম স্মার্টফোন। Xiaomi Mi CC9 আর Mi CC9e ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। Xiaomi Mi CC9 আর Mi CC9e ফোনে থাকছে 4,030 mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা, রিয়ার ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Xiaomi Mi CC9 ফোনে থাকছে Snapdragon 710 চিপসেট। অন্যদিকে Mi CC9e তে থাকছে Snapdragon 665 চিপসেট।
6GB RAM+64GB স্টোরেজে Xiaomi Mi CC9 এর দাম 1,799 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 6GB RAM+128GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা)।
অন্যদিকে Xiaomi Mi CC9e এর দাম শুরু হচ্ছে 1,299 ইউয়ান (প্রায় 13,000 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। 5 জুলাই চিনে বিক্রি শুরু হবে Xiaomi Mi CC9। 9 জুলাই বিক্রি শুরু হবে Mi CC9e।
Xiaomi Mi CC9 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে MIUI 10 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Xiaomi Mi CC9 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Xiaomi Mi CC9 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার। Xiaomi Mi CC9 এর ওজন 179 গ্রাম।
Xiaomi Mi CC9e ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে। এই ফোনে রয়েছে Snapdragon 665চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনে NFC সাপোর্ট থাকছে না। তবে থাকছে একই 4,030 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জিং। Xiaomi Mi CC9e এর ওজন 173.8 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন