2019 সালে ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করতে পারে Xiaomi
শীঘ্রই ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। এই ফোনের পিছনে চারটে ক্যামেরা থাকবে। এই ফোনের সামনের ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকবে। ফোনের পিছনে থাকছে একটি বর্গাকার ক্যামেরা মডিউল। সেখানে চারটি ক্যামেরা থাকবে। এছাড়াও ফোনের পিছনে থাকবে একটি ছোট ডিসপ্লে। সম্প্রতি এমনই একটি পেটেন্টের ছবি সামনে এসেছে।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ফোনের পিছনে ছোট ডিসপ্লেতে কলার আইডি, নোটিফিকেশনের মতো তথ্য দেখে নেওয়া যাবে।
এই ফোনে কোন সেলফি ক্যামেরা ব্যবহার করেনি Xiaomi। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ফোনের পিছনের ছোট ডিসপ্লে সেলফি তোলার সময় ভিউ ফাইন্ডারের কাজ করবে।
এই Xiaomi ফোনে কোন সেলফি ক্যামেরা থাকছে না
ছবি: ITHome
সেই ফোনে একটি ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার করেছে Xiaomi। জানা গিয়েছে বাইরের দিকে এই ফোনের ডিসপ্লে ভাঁজ হবে। এই ফোনে পাঁচটি ক্যামেরা থাকবে।
20 অগাস্ট এই পেটেন্টের আবেদন জানিয়েছিল Xiaomi। এই ফোনের ডিসপ্লের পাশেও পাতলা বেজেল থাকবে। ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।
2019 সালের শেষে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে Xiaomi।
এছাড়াও সম্প্রতি 100W ফাস্ট চার্জিং প্রযুক্তি সামনে এনেছিল চিনের কোম্পানিটি। নতুন 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি ব্যবহার করে মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে। যদিও কোন স্মার্টফোনে প্রথম 100W ফাস্ট চার্জিং ব্যবহার হবে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।
আরও পড়ুন:
Redmi K30 কে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হবে Realme X50
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন