শুক্রবার প্রি-অর্ডার করে কেনা যাবে Redmi 5A। কোম্পানির ওয়েবসাইট Mi.com থেকে জনপ্রিয় এই ফোন প্রি-অর্ডার করা যাবে। অনেকটাই ফ্ল্যাশসেলের মতোও হলেও প্রি-অর্ডারে ক্যাশ অন ডেলিভারির অপশান থাকবে না।। অনলাইনে পুরো টাকা দিয়ে তবেই প্রি-উর্ডার করা যাবে Redmi 5A। প্রি-অর্ডার করার আগে কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করে যে ঠিকানায় ফোন পাঠানো হবে সেই ঠিকানা অ্যাকাউন্টে সভ করে রাখার পরামর্শ দিয়েছে Xiaomi।
শুক্রবার দুপুর 12 টায় শুধুমাত্র Mi.com থেকে Redmi 5A প্রি-অর্ডার করা যাবে। চারটি রঙে এই ফোন পাওয়া যাবে। ভারতে Redmi 5A এর 2GB RAM + 16GB স্টরেজ ভেরিয়েন্টের দাম 5,999। অন্যদিকে Redmi 5A এর 3GB RAM + 32GB স্টরেজ ভেরিয়েন্ট কিনতে গ্রাহকদের 6,999 খরচ করতে হবে। Jio গ্রাহকরা Redmi 5A কিনলে 2,200 টাকার ক্যাশব্যাক পাবেন।
Redmi 5A তে রয়েছে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। আপাতত এই ফোনে MIUI 9 অপারেটিং সিস্টেম চলে। কোম্পানি জানিয়েছে শিঘ্রই এই ফোনে MIUI 10 আপডেট চলে আসবে। Redmi 5A এর ভিতরে রয়েছে একটি Snapdragon 425 চিপসেট, 2GB/3GB RAM আর 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ।
Redmi 5A এর পিছনে একটি 13MP ক্যামেরা রয়েছে। এর সাথেই রয়েছে PDAF আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে একটি 5MP ক্যামেরা রয়েছে। Redmi 5A এর ভিততে একটি 3000 mAh ব্যাটারি রয়েছে।
কানেক্টিভিটির জন্য Redmi 5A তে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS/ A-GPS, Infrared, Micro-USB আর একটি 3.5 হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন