Photo Credit: Xiaomi/ Weibo
আগামী সপ্তাহেই Redmi 6 Pro আর Mi Pad 4 লঞ্চের কথা জানালো Xiaomi। 25 জুন এই দুটি ডিভাইস লঞ্চ করবে Xiaomi। কিছুদিন আগেই চিনে Redmi 6 আর Redmi 6A ফোনদুটি লঞ্চ করেছিল Xiaomi। যদিও এই ইভেন্টে Redmi 6 Pro ডিভাইস লঞ্চ করেনি Xiaomi। তবে এক টিজারে কোম্পানি জানিয়েছে খুব শিঘ্রই লঞ্চ হবে Redmi 6 Pro । এর সাথেই লঞ্চ হবে বহু প্রতিক্ষীত Mi Pad 4 ট্যাবলেট। এই দুটি ডিভাইস নিয়েই ইন্টারনেটে একাধিক খব প্রকাশিত হয়েছে।
কোম্পানির ফ্ল্যাগশিপ Mi 8 এর পথে হেঁটেই এই ফোনে ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকতে পারে। আর এই খবর সত্যি হলে Redmi 6 Pro হবে Redmi সিরিজের প্রথম ফোন যে ফোনে ডিসপ্লের উপরে iPhone X এর মতো কালো নচ থাকবে। এক সোশাল মিডিয়া সাইটে কোম্পানি জানিয়েছে এই ফোনে 19:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে থাকবে।
যদিও এই টিজারে খুব বেশি তথ্য জানায়নি Xiaomi। একটি ছবি ফুটবল ম্যাচের লাইন আপ এর মতো এক গ্রাফিক্সে জার্সি নম্বর দিয়ে কয়েকটি ফিচারের আভাস দিয়েছে কোম্পানি। সেখা থেকে জানা যাচ্ছে এই ডিভাইসে থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। এছাড়াও Redmi 6 Pro তে থাকবে Snapdragon 625 চিপসেট আর একটি 4000 mAh ব্যাটারি। তবে 6,2,5 এই তিন সংখ্যা দিয়ে এই ফোনের লঞ্চ ডেট বোঝানো হয়েছে বলেও অনেকে মনে করছেন।
সম্প্রতি TENAA তে একটি Xiaomi হ্যান্ডসেট দেখা গিয়েছে। এই হ্যান্ডসেটের মডেল নম্বর M1805D1SE। TENAA লিস্টিং এ দেখা গিয়েছে এই হ্যান্ডসেটে থাকবে 5.84 ইঞ্চি full HD+ ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে অক্টা কোর 2GHz প্রসেসার। তবে এই ফোনে ঠিক কোন চিপসেট ব্যাবহার হয়েছে তা জানা যায়নি এখনো। এই লিস্টিং এই দেখা গিয়েছে নতুন এই ফোনে থাকবে 2GB/3GB/4GB RAM। এর সাথেই থাকবে 16GB/32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরাতে প্রাইমারী ক্যামেরাটি 12 মেগাপিক্সেল। এছাড়াও রিয়ার ক্যামেরাতে রয়েছে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার।
Mi Pad 4 এর ক্ষেত্রেও খুব বেশি তথ্য জানায়নি Xiaomi। মনে করা হচ্ছে এই ট্যাবলেটে একটি 8 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এর সাথেই থাকতে পারে Snapdragon 660 চিপসেট আর 6000 mAh ব্যাটারি। Mi Pad 4 এর পিছনে একটি মাত্র 13MP ক্যামেরা থাকবে। এর সাথেই Mi Pad 4 এ একটি 5MP সেলফি ক্যামেরা থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন