বিশ্বব্যাপী 40 লক্ষ Redmi Note 7 আর Redmi Note 7 Pro বিক্রি হয়েছে
Xiaomi –র অন্যতম জনপ্রিয় সিরিজ Redmi Note। গত বছর বাজারে কাঁপিয়েছিল Redmi Note 5 Pro। নতুন বছরের গোড়ায় শুরুতে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। ফেব্রুয়ারি মাসে এই ফোনের সাথেই লঞ্চ হয়েছে Redmi Note 7 Pro। ইতিমধ্যেই বিশ্বব্যাপী 40 লক্ষ Redmi Note 7 সিরিজের স্মার্টফোন বিক্রি হয়েছে বলে জানিয়েছে Xiaomi। লঞ্চের সময় মার্চ মাসের শেষে 40 লক্ষ ফোন বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছিল চিনের কোম্পানিটি। অবশেষে সেই লক্ষ্যমাত্রা পূরণ করল Redmi Note 7 আর Redmi Note 7 Pro।
নিজের দামে অবিশ্বাস্য স্পেসিফিকেশন সহ লঞ্চ হয়েছিল Redmi Note 7 আর Redmi Note 7 Pro। ফেব্রুয়ারি মাসে এই ফোন ভারতে লঞ্চের আগে জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। লঞ্চের সময় প্রথম মাসে চিনে 10 লক্ষ Redmi Note 7 বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছিল কোম্পানি। মাত্র তিন সপ্তাহে সেই লক্ষ্যমাত্রা পূরণ করেছিল Xiaomi। এবার মার্চ মাসে বিক্রির লক্ষ্যমাত্রাতেও সফল Xiaomi -র নতুন দুই সুপারহিরো।
প্রত্যেক ফ্ল্যাশ সেলেই মুহুর্তে Redmi Note 7 Pro আর Redmi Note 7 ফোনের স্টক শেষ হয়েছে ভারতে। Redmi Note 7 এ রয়েছে Snapdragon 660 চিপসেট, 12 মেগাপিক্সেল ক্যামেরা, Redmi Note 7 Pro তে রয়েছে Snapdragon 675 চিপসেট আর 48 মেগাপিক্সেল ক্যামেরা। দুটি ফোনেই চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম আর থাকছে 4,000 mAh ব্যাটারি।
3GB + 32GB স্টোরেজে Redmi Note 7 কিনতে খরচ হবে 9,999 টাকা। 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 11,999 টাকা।
4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 16,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.