Tesla Showroom: মুম্বইয়ের পর ভারতে টেসলার দ্বিতীয় শোরুম খুলছে এই শহরে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 অগাস্ট 2025 19:08 IST
হাইলাইট
  • জুলাইয়ে টেসলার প্রথম শোরুম খুলেছে মুম্বইয়ে
  • ভারতে টেসলার প্রথম চার্জিং স্টেশন এই সপ্তাহে চালু হয়েছে
  • টেসলার দ্বিতীয় শোরুম খুলছে নয়াদিল্লিতে

টেসলার প্রথম শোরুম খুলেছে মুম্বইয়ে

Photo Credit: Tesla

Tesla গত মাসে মুম্বইয়ে প্রথম শোরুম খুলে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে আনুষ্ঠানিকভাবে পথ চলা আরম্ভ করেছে। আর এখন ইলন মাস্কের মালিকানাধীন এই বিশ্ববিখ্যাত ইলেকট্রিক ভেহিকল নির্মাণকারী সংস্থা দেশে তাদের দ্বিতীয় বিপণি খোলার জন্য তোড়জোড় শুরু করেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, আগামী সপ্তাহে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে টেসলার দ্বিতীয় শোরুম খুলতে চলেছে। উল্লেখ্য, গত জুলাই 15 মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে টেসলার প্রথম বিপণির দ্বার খুলেছে। এই সপ্তাহের শুরুতে বাণিজ্যনগরীতে সংস্থাটির প্রথম চার্জিং স্টেশন (Supercharger) চালু হয়েছে।

Tesla নয়াদিল্লিতে তাদের দ্বিতীয় শোরুম খুলছে

মানিকন্ট্রোলের একটি প্রতিবেদন অনুসারে, নয়াদিল্লিতে তাদের দ্বিতীয় শোরুম উদ্বোধনের জন্য আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে টেসলা। আগস্ট 11 বিপণি চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। টেসলার এক্সপেরিয়েন্স সেন্টারটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অ্যারোসিটির ওয়ার্ল্ডমার্ক 3 ভবনে অবস্থিত বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে, সোশ্যাল মিডিয়াতে প্রযুক্তি বিষয়ক ভিডিয়ো বানানোর জন্য পরিচিত ইউটিউবার উৎসব নয়াদিল্লিতে নির্মাণাধীন অবস্থায় থাকা টেসলার শোরুমের ছবি প্রকাশ্যে এনেছিলেন। ওই ছবিতে শুধু শোরুমের ভেতরের অংশে সাদা রঙ কাচের দরজা দেখা গিয়েছিল। তবে, টেসলা দিল্লির শোরুমের উদ্বোধনের তারিখ বা অবস্থান এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

Tesla Model Y দাম ও স্পেসিফিকেশন

যে গাড়ির হাত ধরে ভারতে টেসলার প্রবেশ ঘটেছে সেটি হল Model Y। বৈদ্যুতিক মডেলটির রিয়ার-হুইল ড্রাইভ (RWD) মডেলের দাম 58.89 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এবং লং রেঞ্জ RWD ভেরিয়েন্টের দাম 67.89 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি অন্য দেশে সম্পূর্ণ তৈরি করে ভারতে আমদানি করছে কোম্পানি। ভারী শুল্ক দিতে হচ্ছে বলে অন্যান্য ব্র্যান্ডদের ইলেকট্রিক গাড়ির থেকে টেসলার দাম বেশি।

ভেরিয়েন্ট অনুযায়ী, টেসলা মডেল ওয়াই ফুল চার্জে 500 কিলোমিটার থেকে 622 কিলোমিটার ছুটতে পারে। RWD মডেলটি 5.6 সেকেন্ডে 0-100 কিমি/ঘন্টা পিকআপ নিতে সক্ষম। টপ স্পিড প্রতি ঘন্টায় 201 কিলোমিটারে সীমাবদ্ধ রাখা হয়েছে। ইলেকট্রিক গাড়িটির সমস্ত ফিচার একটি বিশাল টাচস্ক্রিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সেন্টার কনসোল খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে।

Tesla Model Y ফিচার্স

টেসলা মডেল ওয়াই গাড়ির অন্দহমহলে 15.4 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, ভেন্টিলেটেড আসন, নয়টি স্পিকারের সাউন্ড সিস্টেম, অ্যাম্বিয়েন্ট লাইটিং, এয়ার পিউরিফায়ার, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, কানেক্টেড কার টেকনোলজি, ইত্যাদি ফিচার্স রয়েছে। নিরাপত্তার জন্য, একাধিক এয়ারব্যাগ, একটি 360 ডিগ্রি ক্যামেরা এবং একটি বিল্ট-ইন ড্যাশক্যাম দেওয়া হয়েছে। গাড়িটির সঙ্গে টেসলার অত্যাধুনিক অটোপাইলট সিস্টেম বা সম্পূর্ণ ADAS স্যুট বেছে নিতে চাইলে অতিরিক্ত 6 লক্ষ টাকা খরচ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  2. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  3. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
  4. Samsung বড় চমক নিয়ে হাজির, 12,000 টাকা ছাড় 200 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে
  5. Samsung Galaxy A17 5G ভারতে লঞ্চ হল, 6 বছর নতুনের মতো চলবে, দাম জেনে নিন
  6. HyperOS 3 আপডেট নিয়ে এল Xiaomi, অ্যান্ড্রয়েড ফোনকেই মনে হবে আইফোন!
  7. Redmi 15 5G ফোনের সেল শুরু, 15,000 টাকার মধ্যে 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  8. ভারতে লঞ্চের আগেই Relme 15T এর দাম ফাঁস, থাকবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  9. আজ থেকেই WhatsApp বিনা ইন্টারনেটে চলবে! যুগান্তকারী ফিচার এল এই ফোনে
  10. iPhone 17 সিরিজের আগেই বিরাট চমক, Samsung-এর নতুন প্ল্যানে চাপে Apple
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.