যে গাড়ির হাত ধরে ভারতে টেসলার প্রবেশ ঘটেছে সেটি হল Model Y। বৈদ্যুতিক মডেলটির রিয়ার-হুইল ড্রাইভ (RWD) মডেলের দাম 58.89 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এবং লং রেঞ্জ RWD ভেরিয়েন্টের দাম 67.89 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
এই মুহুর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা Tesla –র মালিক ইলন মাস্ক। বেসরকারী মহাকাশ সংস্থা SpaceX। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিয়েও কাজ করছেন ইলন মাস্ক।