এই মুহুর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা Tesla –র মালিক ইলন মাস্ক। বেসরকারী মহাকাশ সংস্থা SpaceX। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিয়েও কাজ করছেন ইলন মাস্ক।
Photo Credit: YouTube/ PowerfulJRE
সম্প্রতি এক অনুষ্ঠানে Tesla ও SpaceX এর মালিক ইলক মাস্ককে হুইস্কি খেতে ও গাঁজা টানতে দেখা গেল। এই অনুষ্ঠানে মহাকাশ ব্যবসা, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সম্পর্কে আলোচনার সময় ইলঙ্কে হুইস্কি খেতে ও গাঁজা টানতে দেখা গিয়েছে।
সম্প্রতি সেলিব্রিটি কমেডিয়ান জো রোগানের পোডকাস্টের একটি এপিসোডে এসেছিলেন ইলন। ইলন মাস্কের সাথে এই এপিসোড প্রায় দুই ঘন্টার বেশি সময় ধরে চলেছে।
এক সময় ইলন বলেন তাঁর মাথায় ক্রমাগত বুদ্ধি আসতে থাকে। তিনি বলেন এক সময় তার নিজেকে পাগল মনে হত কারন তার চারপাশে মানুষদের মাথায় এতো বুদ্ধি আসে না।
এই মুহুর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা Tesla –র মালিক ইলন মাস্ক। বেসরকারী মহাকাশ সংস্থা SpaceX। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিয়েও কাজ করছেন ইলন মাস্ক।
এই অনুষ্ঠানে মাস্ক বলেন, “আপনাকে আমার মতো হতে হবে না। আপনি হয়তো আমাকে পছন্দ নাও করতে পারেন।”
এই অনুষ্ঠানের মাঝেই হুইস্কি খেতে শুরু করেন মাস্ক। এর সাথেই গাঁজা ও সিগারেটে টান দেন মাস্ক।
মাস্ক বলেন “আমি নিয়মিত গাঁজা খাই না। প্রায় খাই না বললেই চলে।”
“গাঁজা টানলে কাজে উন্নতি হয় বলে আমি মনে করি না। আমি মনে করি গাঁজা কফির বিপরীত।”
“আমি মনে করি সোশ্য্যাল মিডিয়ায় কম সময় কাটিয়ে বন্ধুদের সাথে বেশি সময় কাটানো উচিৎ। কথাটা খারাপ শুনতে লাগলেও সত্যি।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Cashero Is Streaming Online: Know Where to Watch This South Korean Superhero Series
A Thousand Blows Season 2 OTT Release: Know When, Where to Watch the British Historical Drama
Mi Savitribai Jotirao Phule OTT: Know When and Where to Watch the Marathi Biographical Series
Photon Microchip Breakthrough Hints at Quantum Computers With Millions of Qubits