2020 সালে প্রথম সূর্যে যান পাঠাবে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ISRO। Aditya-L1 এর হাত ধরে সূর্যের আরও কাছে পৌঁছে যাবেন ভারতীয় বিজ্ঞানীরা। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন ISRO প্রধান কে সিভান।
“একটানা সূর্যকে পর্যবেক্ষণ করাই এই মিশনের লক্ষ্য। সূর্যের কোরোনাকে দেখবে Aditya-L1।” বৃহস্পতিবার নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে এই কথা জানিয়েছেন সিভান। তিনি জানিয়েছেন সূর্য সম্পর্কে এখনও অনেক তথ্য জানা বাকি রয়েছে।
পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে পৌঁছে সূর্যকে দেখার কাজ করবে Aditya-L1। সিভান আরও বলেন, ভারত নিজের মহাকাশ স্টেশন তৈরী করবে। গগনযান মিশনের অধীনে এই কাজ করবে ISRO।
15 জুন শ্রীহরিকোটা থেকে ‘চন্দ্রযান -2' উৎক্ষেপন করবে ISRO। 6 সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করবে এই যান।
“'চন্দ্রযান - 2' এর ওজন 3,890 কিলোগ্রাম। 15 জুন সকাল 2 টা 15 মিনিটে শ্রীহরিকোটা থেকে এই যান উৎক্ষেপন করবে ISRO।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন