সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছেছে Chandrayaan-2, জানিয়ে দিল ISRO

মঙ্গলবার সফলভাবে Chandrayaan-2 চাঁদের কক্ষপথে পৌঁছেছে। সম্প্রতি এই ঘোষনা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। মঙ্গলবার সকাল 9 টা 02 মিনিটে চাঁদের কক্ষপথে সফলভাবে Chandrayaan-2 কে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ISRO।

সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছেছে Chandrayaan-2, জানিয়ে দিল ISRO

Photo Credit: ISRO

বিজ্ঞাপন

মঙ্গলবার সফলভাবে Chandrayaan-2 চাঁদের কক্ষপথে পৌঁছেছে। সম্প্রতি এই ঘোষনা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। মঙ্গলবার সকাল 9 টা 02 মিনিটে চাঁদের কক্ষপথে সফলভাবে Chandrayaan-2 কে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ISRO। মহাকাশ সংস্থা জানিয়েছে Chandrayaan-2 এর সব যন্ত্র সঠিকভাবে কাজ করছে।

ISRO জানিয়েছে, “Chandrayaan-2 কে চাঁদের কক্ষপথে পাঠাতে 1,738 সেকেন্ড সময় লেগেছে।”

ISRO-এর করা পোস্টে উল্লেখ করা হয়, “এটায়, Chandrayaan 2 এর পরপর কতগুলি কক্ষপথের ওপর কাজ করা হবে, যারমাধ্যমে চন্দ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরের শেষ কক্ষপথে পৌঁছাবে যানটি”। তাদের তরফে আরও বলা হয়, “পরে, অবতরণকারী অংশটি কক্ষপথ থেকে আলাদা হয়ে যাবে, এবং চাঁদের চারপাশে 100 x 30 কিলোমিটার কক্ষপথে প্রবেশ করবে।2019 এর 7 সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে যানটি ”।

অবশেষে চাঁদের মেরুর পৃষ্ঠ থেকে 100 কিমি উপর থেকে এবার Chandrayaan-2 কক্ষপথে ঘুরবে। 2019 সালের 7 নভেম্বর চাঁদের দক্ষিণ মেতুতে পদার্পন করবে এই যান।

প্রত্যেক মুহুর্তে Chandrayaan-2 এর স্বাস্থ্য পরীক্ষা করছে ISRO। বেঙ্গালুরু থেকে ডিপ স্পেস নেটওয়ার্ক অ্যান্টেনার মাধ্যমে যানের খেয়াল রাখছে মহাকাশ গবেষণা সংস্থাটি।
ISRO-এর উপগ্রহ সেন্টারের প্রাক্তন ডিরেক্টর ডঃ আন্নাদুরাই চলতি অভিযান সম্পর্কে বলেছেন, “এটা খানিকটা এমন. যে, ঘন্টায় প্রায় 3,600 কিলোমিটার বেগে নাচছেন এক মহিলা, তাঁর কাছে গোলাপফুল হাতে যাচ্ছেন এক ভদ্রলোক।(এই গতিবেগ বিমানের গতির প্রায় পাঁচগুণ), তাও আবার ঘরের কাছে নয়, 3.84 লক্ষ কিলোমিটার দূরে। যদি ওই জুটির মিলন হতে হয়, তাহলে অত্যন্ত নিষ্ঠাবান এবং নির্ভুল হতেই হবে”।

22 জুলাই অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় Chandrayaan 2। দ্বিতীয়বারের চেষ্টায় উৎক্ষেপণ সফল হয়। প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রথমবার উৎক্ষেপণের এক ঘন্টা আগে বাতিল করা হয়।

এই মিশনটিতে খরচ 1,000 কোটি টাকা, অন্যান্য দেশের খরচের তুলনায় বেশ  অনেকটাই কম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus Ace 6 ইতিহাস গড়তে প্রস্তুত, লঞ্চ হচ্ছে 7,800mAh ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেটের সঙ্গে
  2. প্রিমিয়াম Samsung স্মার্টফোন বিক্রি হচ্ছে 60,000 টাকা সস্তায়, নতুন দাম জেনে নিন
  3. Redmi K90 লঞ্চ হচ্ছে আগামীকাল, থাকবে 7,100mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  4. Vodafone Idea নতুন রিচার্জ প্ল্যান আনল, 6 মাস আনলিমিটেড কল ও ডেটা সহ সিম চালু থাকবে
  5. Oppo Reno 15 Pro Max শীঘ্রই 200MP ক্যামেরার সঙ্গে বাজার মাতাতে লঞ্চ হচ্ছে
  6. OpenAI আনল যুগান্তকারী ChatGPT Atlas ব্রাউজার, এক ক্লিকে মিটবে সব কাজ! চাপে গুগল ক্রোম
  7. Realme GT 8 সিরিজ 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ডিজাইন, ফিচার্স মুগ্ধ করবে
  8. 7,560mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে Redmi K90 Pro Max, ফোন থেকেই চার্জ হবে অন্য ডিভাইস
  9. দিওয়ালি অফারে চমক BSNL-এর, মাসে 151 টাকা খরচে প্রতি দিন 2GB ডেটা ও ফ্রি কলিং
  10. Redmi Turbo 5 লঞ্চ হতে পারে নভেম্বরে, 9,000mAh ব্যাটারিতে ঝড় তুলবে বাজারে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »