সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নতুন Apple iPad Pro। শুক্রবার থেকে ভারতে নতুন ট্যাবলেট বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যেই কিছু অফলাইন স্টোরে বিক্রি শুরু হয়েছে iPad Pro (2018)। আগামী 23 নভেম্বর অনলাইনে Amazon ও Flipkart থেকে নতুন iPad বিক্রি শুরু করবে Apple।
11 ইঞ্চি ও 12.9 ইঞ্চি ডিসপ্লের সাইজে দুটি লঞ্চ iPad Pro লঞ্চ হয়েছে। নতুন iPad Pro তে রয়েছে আগের থেকে পাতলা বেজেল, ফেস আইডি, USB Type C পোর্ট, A12X বায়োনিক চিপ। 2015 সালে লঞ্চের পরে প্রথম আপডেট হল Apple Pencil। 64GB, 256GB, 512GB ও 1TB স্টোরেজ অপশানে কেনা দুটি নতুন iPad Pro।
64GB, 256GB, 512GB ও 1TB স্টোরেজ অপশানে কেনা 11 ইঞ্চি ও 12.9 ইঞ্চি iPad Pro। 11 ইঞ্চি মডেলের দাম শুরু হচ্ছে 71,900 টাকা থেকে। অন্যদিকে 12.9 ইঞ্চি মডেলের দাম শুরু হচ্ছে 89,900 টাকা থেকে। ভারতে 10,900 টাকা থেকে পাওয়া যাবে নতুন Apple Pencil। ইতিমধ্যেই নতুন iPad Pro প্রি-অর্ডার শুরু হয়েছে।
মডেল | ভারতে 11-inch iPad Pro এর দাম | ভারতে 12.9-inch iPad Pro এর দাম |
শুধুমাত্র Wi-Fi | ||
64GB | 71,900 টাকা | 89,900 টাকা |
256GB | 85,900 টাকা | 1,03,900 টাকা |
512GB | 1,03,990 টাকা | 1,21,900 টাকা |
1TB | 1,39,900 টাকা | 1,57,900 টাকা |
Wi-Fi ও সেলুলার | ||
64GB | 85,900 টাকা | 1,03,900 টাকা |
256GB | 99,900 টাকা | 1,17,900 টাকা |
512GB | 1,17,900 টাকা | 1,35,900 টাকা |
1TB | 1,53,900 টাকা | 1,71,900 টাকা |
লিকুইড রেটিনা ডিসপ্লে সহ 11 ইঞ্চি ও 12.9 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে নতুন iPad Pro। সম্প্রতি লঞ্চ হওয়া iPhone XR ফোনে একই টেকনোলজির ডিসপ্লে ব্যবহার হয়েছিল। নতুন iPad Pro এর ভিতরে রয়েছে A12X বায়োনিক চিপ। এই চিপসেটে রয়েছে একটি অক্টাকোর CPU আর একটি সাত কোর GPU।
এই প্রথম iPad Pro তে যোগ হল ফেস আইডি। একই সাথে থাকছে Animoji। iPad Pro তে কানেক্টিভিটির জন্য থাকবে USB Type C পোর্ট। লাইটনিং কেবেল ব্যবহার করে নতুন iPad Pro থেকে iPhone চার্জ করা যাবে।
iPad Pro তে রয়েছে একটি 12MP রিয়ার ক্যামেরা। সাথে থাকছে ট্রু টোন LED ফ্ল্যাশ। এই ক্যামেরায় 60 fps এ 4K ভিডিও রেকর্ড করা যাবে। Apple দাবি করেছে নতুন iPad Pro ট্যাবলেটে 10 ঘন্টা ব্যাক আপ পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন