OnePlus Pad Lite বাজারে এল, মধ্যবিত্তের বাজেটে 11 ইঞ্চি স্ক্রিন ও 9340mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 জুলাই 2025 18:12 IST
হাইলাইট
  • OnePlus Pad Lite সুপার-লার্জ 9340mAh ব্যাটারি পেয়েছে
  • ট্যাবটিতে হাই-রেজ অডিও ও কোয়াড স্পিকার আছে
  • OnePlus Pad Lite রান করে Android 15 ভার্সনে

OnePlus Pad Lite বিক্রি হবে Aero Blue রঙে

Photo Credit: OnePlus

OnePlus Pad Lite আজ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করল। গতকাল ভারতে OnePlus Nord 5 ও Nord CE 5 লঞ্চ করার পর, বিশ্ববাজারে নতুন ট্যাবলেটটি নিয়ে এসেছে কোম্পানি। এই ট্যাবের প্রথম ইমপ্রেশন 11 ইঞ্চি আই-কেয়ার ডিসপ্লে যা 1 বিলিয়ন কালার, 500 নিট ব্রাইটনেস, ও 16:10 অ্যাসপেক্ট রেশিও অফার করে। সুপার-লার্জ 9340mAh ব্যাটারির সাথে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। ট্যাবটি হাই-রেজ অডিয়ো সার্টিফিকেশন ও কোয়াড-স্পিকারের সাথে এসেছে। OnePlus Pad Lite মাল্টিটাস্কিং সহজ করেছে। এর স্ক্রিনে একই সাথে দুটি অ্যাপ ব্যবহার করা যাবে। স্ক্রিন দুটি ভাগে ভাগ করে একটি অংশ ছোট বা বড় করে নেওয়া যাবে।

OnePlus Pad Lite স্পেসিফিকেশন ও ফিচার্স

OnePlus Pad Lite বিশাল 9,340mAh ব্যাটারি পেয়েছে। এটি 54 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। পাশাপাশি, 80 ঘন্টা মিউজিক প্লেটাইম এবং 11 ঘন্টা ভিডিয়ো প্লেটাইম সরবরাহ করবে বলে দাবি করা হয়েছে। ট্যাবলেটটি Android 15-ভিত্তিক OxygenOS 15.0.1 কাস্টম স্কিনে রান করে। ওয়ানপ্লাসের দাবি, পারফরম্যান্স 3 বছর পরেও নতুনের মতো স্মুদ থাকবে।

ওয়ানপ্লাস প্যাড লাইট ট্যাবে MediaTek Helio G100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ (Wi-Fi) ও 8 জিবি র‍্যাম + 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত। পিছনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে যা 30fps-এ 1080P/720P ভিডিয়ো রেকর্ড করতে দেয়। ভিডিয়ো কল করার জন্য, সামনের দিকেও 5 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা বর্তমান।

নতুন ট্যাবটি 11 ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, FHD (1920x1200 পিক্সেল) রেজোলিউশন, 500 নিট ব্রাইটনেস, 10 বিট (8+2) কালার ডেপ্থ, 207 পিপিআই পিক্সেল ডেনসিটি, ও 85.3 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। ট্যাবে ব্লুটুথ 5.2, SBC, AAC, aptX, aptX HD এবং LDAC অডিও কোডেক সাপোর্ট আছে। এছাড়া, ওপেন ক্যানভ্যাস, IP42 প্রোটেকশন ও কিডস মোডের মতো ফিচার্স বর্তমান।

OnePlus Pad Lite এর দাম

OnePlus Pad Lite বর্তমানে ইংল্যান্ড এবং ইউরোপে প্রি-অর্ডার করা যাচ্ছে। 6 জিবি + 128 জিবি Wi-Fi ভেরিয়েন্টটি 169 পাউন্ড (প্রায় 19,700 টাকা) দিয়ে প্রি-অর্ডার করা যাবে। অন্যদিকে, 8 জিবি + 128 জিবি  LTE মডেলটি 199 পাউন্ড (প্রায় 23,200 টাকা) দিয়ে অগ্রিম অর্ডার করা যাবে। ট্যাবটি নীল রঙে পাওয়া যাচ্ছে। এটি ভারতে কবে লঞ্চ হবে সেটা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, OnePlus Nord 5 এবং Nord CE 5 গতকাল ভারতে লঞ্চ হয়েছে। এই দুই স্মার্টফোনে যথাক্রমে 6,800mAh ও 7,100mah ব্যাটারি দেওয়া হয়েছে। উভয়ই 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করে। OnePlus Nord 5 এর দাম 31,999 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে Nord 5 CE-এর স্টার্টিং প্রাইস হল 24,999 টাকা।

 
KEY SPECS
Display 11.00-inch
Front Camera 5-megapixel
Resolution 1920x1200 pixels
RAM 6GB
OS Android 15
Storage 128GB
Rear Camera 5-megapixel
Battery Capacity 9340mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Z Fold 7 বাজার কাঁপিয়ে 16 জিবি র‍্যাম ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল
  2. Samsung Galaxy Z Flip 7 ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় ঝড় তুলে লঞ্চ হল
  3. OnePlus Pad Lite বাজারে এল, মধ্যবিত্তের বাজেটে 11 ইঞ্চি স্ক্রিন ও 9340mAh ব্যাটারি
  4. জলে ভিজলেও দিব্যি চলবে, Moto G96 সেরা ক্যামেরা ও 5500mAh ব্যাটারির সাথে হাজির
  5. গিরগিটির কায়দায় রঙ বদল! নতুন স্মার্টফোনে বিরাট চমক আনল Oppo
  6. Samsung Galaxy Unpacked 2025: আজ ঘরে বসেই দেখুন Galaxy Z Fold 7, Z Flip 7 ফোনের লঞ্চ ইভেন্ট
  7. OnePlus Buds 4 ভারতে লঞ্চ হল, এক চার্জে 45 ঘন্টা গান শোনা যাবে, রয়েছে 55db ANC
  8. OnePlus Nord 5 ও Nord CE 5 ভারতে এল, 7,100mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা রয়েছে
  9. 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল Ai+ Pulse ও Nova 5G স্মার্টফোন, দাম মাত্র 4,999 টাকা
  10. Amazon Prime Day 2025 সেলে কম দামে বিক্রি হবে iPhone 15, কত টাকা ছাড় জানেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.