Redmi Pad 2 Pro 5G is confirmed to feature a 12,000mAh battery
Photo Credit: Redmi
Redmi Pad 2 Pro 5G-এর টিজার প্রকাশ হয়েছে বেশি দিন হয়নি। এবার লঞ্চের তারিখও ঘোষণা হল। রেডমির এই নতুন ট্যাবলেট জানুয়ারি 6 ভারতে লঞ্চ হবে বলে জানানো হয়েছে। আবার সেই দিনই Redmi Note 15 5G মুক্তি পাচ্ছে। সংস্থা তাদের ওয়েবসাইটে আসন্ন ট্যাবটির একটি মাইক্রোসাইট তৈরি করেছে। সেখান থেকে ব্যাটারি ক্যাপাসিটি এবং ডিসপ্লের সাইজ বিষয়ক তথ্য প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, Redmi Pad 2 Pro 5G সেপ্টেম্বরের শেষে গ্লোবালি লঞ্চ হয়েছে। ট্যাবের ভারতীয় ভ্যারিয়েন্ট একই স্পেসিফিকেশন ও কনফিগারেশন নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
Redmi Pad 2 Pro 5G-এর-এর জন্য তৈরি মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে যে এই ট্যাবলেটে 12,000mAh ব্যাটারি থাকবে। সংস্থার দাবি, এটি একটি 12.1 ইঞ্চি ট্যাবলেটে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি। অর্থাৎ একই আকারের স্ক্রিনে থাকা কোনও ট্যাবে পূর্বে এত বড় mAh ব্যাটারি দেখা যায়নি। ডিভাইসটি শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোর, Amazon, এবং Flipkart থেকে বিক্রি হবে। সংস্থা জানিয়েছে, তারা ট্যাব সম্পর্কে শীঘ্রই আরও তথ্য প্রকাশ করবে।
প্রসঙ্গত, Redmi Pad 2 Pro 5G গ্লোবাল মার্কেটে Wi-Fi ও 5G উভয় ভ্যারিয়েন্টে উপলব্ধ। দেশের বাইরে ট্যাবটির দাম শুরু হচ্ছে 299.99 ইউরো (6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ + Wi-Fi) থেকে, যা ভারতীয় মুদ্রায় 31,000 টাকার সমান। এটি ল্যাভেন্ডার পার্পল, সিলভার, এবং গ্রাফাইট গ্রে কালার অপশনে এসেছে। এ দেশেও তিনটি রঙই আসবে বলে আশা করা যায়।
কোর ফিচার্স ও স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি প্যাড 2 প্রো 5G-তে 33W ফাস্ট চার্জিং আছে। আবার 27W রিভার্স চার্জিং সাপোর্টও বর্তমান। ট্যাবটি চলে Snapdragon 7s Gen 4 চিপসেটে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়। সামনে এবং পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে Dolby Atmos প্রযুক্তির কোয়াড স্পিকারও আছে।
ট্যাবটির ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস, এবং 2.5K রেজোলিউশন (1,600 × 2,560 পিক্সেল) সাপোর্ট করে। ডিভাইসটি Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে। প্রসঙ্গত, Redmi Note 15 5G-এর দাম ভারতে লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়েছে। ফোনটির 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 22,999 টাকা হতে পারে। 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা হওয়ার সম্ভাবনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.