ফেব্রুয়ারি মাসে মিডরেঞ্জ সেগমেন্টে নতুন 10 ইঞ্চি ট্যাবলেট লঞ্চ করেছিল Samsung। এবার 8 ইঞ্চি সেগমেন্টে নতুন ট্যাবলেট নিয়ে হাজির দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। থাইল্যান্ডে লঞ্চ হয়েছে নতুন Samsung Galaxy Tab A 8.0 (2019)। নতুন 8 ইঞ্চি ট্যাবলেটে থাকছে LTE কানেক্টিভিটি আর S Pen সাপোর্ট। ট্যাবলেটের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসার আর 3GB RAM।
ইতিমধ্যেই থাইল্যান্ডে Samsung ওয়েবসাইটে Galaxy Tab A 8.0 (2019) দেখা গেলেও কবে এই ট্যাবলেট বিক্রি শুরু হবে তা জানা যায়নি। XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে কলম্বিয়া, লাওস, মালোয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইংল্যান্ডে এই ট্যাবলেট বিক্রি করবে Samsung। ভারতে এই ট্যাব্লেট লঞ্চ প্রসঙ্গে কোন তথ্য পাওয়া যায়নি।
Samsung Galaxy Tab A 8.0 (2019) তে থাকছে একটি 8 ইঞ্চি TFT ডিসপ্লে। এই ডিসপ্লেতে S Pen সাপোর্ট থাকছে। Galaxy Tab A 8.0 এর ভিতরে থাকছে একটি 1.8 GHz অক্টা-কোর প্রসেসার। থাকতে পারে Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ। নতুন এই ট্যাবলেটে লেটেস্ট An অপারেটিং সিস্টেম চলবে। ট্যাবলেটের পিছনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনে থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে একটি 4,200 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন