রবিবার সন্ধ্যায় নিজেদের নতুন জেনারেশানের ট্যাবলেট Mi Pad 4 লঞ্চ করল Xiaomi। একসাথে অঞ্চ হয়েছে কোম্পানির আরও একটি বাজেট স্মার্টফোন Xiaomi Redmi 6 Pro। Wi-Fi ও Wi-Fi + LTE দুটি ভার্সানে Mi Pad 4 লঞ্চ হয়েছে। Xiaomi Mi Pad 4 এ রয়েছে একটি 8-ইঞ্চি 16:10 ডিসপ্লে। এছাড়াও এই ট্যাবলেটে রয়েছে Qualcomm Snapdragon 660 চিপসেট ও ফেস আনলক ফিচার।
চিনে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্ট Wi-Fi ভার্সানের দাম 1,099 ইউয়ান (প্রায় 11,500 টাকা)। এছাড়াও 4GB RAM/ 64GB স্টোরেজ Wi-Fi ভেরিয়েন্টের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,600 টাকা)। আর 4GB RAM/ 64GB স্টোরেজ Wi-Fi + LTE ভেরিয়েন্টের দাম 1,499 ইউয়ান (প্রায় 15,600 টাকা)। ব্ল্যাক ও গোল্ড কালার ভেরিয়েন্টে Xiaomi Mi Pad 4 কিনতে পাওয়া যাবে। 29 জুন শুক্রবার থেকে Xiaomi Mi Pad 4 বিক্রি শুরু হবে।
Android বেসড MIUI 9 অপারেটিং সিস্টেমে চলবে Xiaomi Mi Pad 4। Mi Pad 4 এ রয়েছে একটি 8 ইঞ্চি FHD+ 16:10 ডিসপ্লে। Mi Pad 4 এর ভিতরে রয়েছে একটি Qualcomm Snapdragon 660 চিপসেট আর 3GB/ 4GB RAM।
Mi Pad 4 এ থাকছে একটি 13MP র্যার ক্যামেরা। এই ক্যেরায় HDR মোড সাপ্ররট থাকবে। Mi Pad 4 এর সামনে থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমেই Mi Pad 4 এ AI ফেস আনলক ফিচার যোগ হয়েছে। 32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজে এই ট্যাবলেট পাওয়া যাবে।
Mi Pad 4 এ 4G LTE কানেক্টিভিটির অপশান থাকছে। এছাড়াও কনেক্টিভিটির জন্য Mi Pad 4 এ থাকছে Wi-Fi 802.11 a/b/g/n/ac (dual-band, 2.45GHz and 5GHz), Bluetooth v5.0, 3.5mm হেডফোন জ্যাক আর USB Type-C। শুধুমাত্র LTE ভেরিয়েন্টে GPS থাকবে। এছাড়াও Mi Pad 4 এর ভিতরে থাকবে একটি বিশাল 6000 mAh ব্যাটারি। Xiaomi Mi Pad 4 এর ওজন 342.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন