মাত্র 39 টাকা থেকে শুরু হচ্ছে জিও কোম্পানীর নতুন আন্তর্জাতিক রিচার্জের পরিকল্পনাটি

নতুন পরিকল্পনাগুলি জিওর প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকের জন্য উপলব্ধ আছে

মাত্র 39 টাকা থেকে শুরু হচ্ছে জিও কোম্পানীর নতুন আন্তর্জাতিক রিচার্জের পরিকল্পনাটি

Photo Credit: Reliance Jio

Reliance Jio has also revised the pay-as-you-go rates for multiple international locations

হাইলাইট
  • Jio মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কানাডায় 39টাকার বিনিময়ে 30 মিনিটের কল ক
  • এই পরিকল্পনাগুলি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ
  • রিলায়েন্স জিও সমস্ত পরিকল্পনাগুলিতে সাত দিনের বৈধতার সময় দিচ্ছে
বিজ্ঞাপন

বিগত শুক্রবার রিলায়েন্স জিও 21টি দেশের জন্য নতুন আন্তর্জাতিক সাবস্ক্রাইবার ডাইলিং(ISD) রিচার্জ পরিকল্পনার ঘোষণা করেছে। টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি মিনিটের হিসেবে নতুন পরিকল্পনা চালু করেছে, যেটি প্রতিটি রিচার্জের বিনিময়ে নিয়োজিত “কল মিনিট” প্রদান করে। নতুন ISDরিচার্জের পরিকল্পনাগুলি 39টাকা থেকে শুরু হয় এবং 99 টাকা পর্যন্ত যায়। এই পরিকল্পনাগুলো প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদের জন্যই উপলব্ধ আছে। এছাড়াও নতুন পরিকল্পনাগুলির পাশাপাশি কোম্পানী কয়েকটি মূল আন্তর্জাতিক স্থানের জন্য “Pay-as-you-go”-পরিকল্পনাটির দাম সংশোধন করেছে। গ্রাহকের জন্য নতুন সংশোধিত দাম এবং “নতুন মিনিটের” পরিকল্পনাগুলি উপলব্ধ আছে।

রিলায়েন্স জিও নতুন ISD পরিকল্পনাগুলি প্রবর্তন করেছে:

একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে কোম্পানী নতুন ISD মিনিট পরিকল্পনাগুলির বিবরন দিয়েছেন।মিনিট পরিকল্পনাগুলি মূলত গ্রাহকদের কোনো অতিরিক্ত সুবিধা ছাড়াই একটি নির্দিষ্ট সংখ্যক কল মিনিট প্রদান করে।এগুলি Pay-as-you-go রিচার্জ পরিকল্পনা- গুলির থেকে ভিন্ন, যেখানে ব্যাবহারকারীদের ISD কলের জন্য মিনিট ভিত্তিক সীমাবদ্ধতাহীন একটি বিশেষ দামের পরিকল্পনা কিনতে হবে।যারা খুব বেশি সময় কাটানোর পরিবর্তে,আন্তর্জাতিক ছোটো কল করতে চান তাদের জন্য এই পরিকল্পনাগুলো খুবই উপযোগী।

নতুন রিলায়েন্স জিও মিনিট পরিকল্পনাগুলি শুরু হচ্ছে 39টাকা থেকে।এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আন্তর্জাতিক কলের জন্য উপলব্ধ৷পরিকল্পনাটি 30মিনিটের কল করার সময় দেয়।বাংলাদেশে 20 মিনিট কলের জন্য একটি নির্দিষ্ট 49টাকার মিনিটের পরিকল্পনা আছে।সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং এবং মালয়েশিয়াতে 15মিনিটের কলের জন্য গ্রাহকদের 49 টাকা দিতে হবে।

আবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্য 15মিনিট কলটির পরিকল্পনার দাম 69 টাকা।অন্যদিকে গ্রাহকদের যুক্তরাজ্য,জার্মানি, ফ্রান্স এবং স্পেনে 10মিনিট কল করার পরিবর্তে 79টাকা রিচার্জ পরিকল্পনাটি কিনতে হবে। 89টাকার রিচার্জ পরিকল্পনাটি চীন,জাপান এবং ভুটানে 15 মিনিটের কলের সময় প্রদান করে।
অবশেষে ব্যবহারকারীদের সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, তুরস্ক, কুয়েত এবং বাহরাইনে কল করার জন্য 99টাকা খরচ করতে হবে,যেটি 10মিনিট কলের সময় দেয়।

এই লখ্যভিত্তিক রিচার্জ পরিকল্পনাগুলি, ব্যবহারকারীদের যেই অঞ্চলে সংযুক্ত থাকতে চায়, শুধু সেই অঞ্চলের জন্যই অর্থপ্রদন করতে সাহায্য করে। এই পরিকল্পনাগুলো সমস্ত জিও প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল সদস্যদের কাছে উপলব্ধ আছে। এছাড়াও এখানে, একজন ব্যাবহারকারী তাদের নম্বরে কতবার,একটি পরিকল্পনা রিচার্জ করবে তার কোনো সীমাবদ্ধতা নেই।সমস্ত পরিকল্পনাগুলি রিচার্জের দিন থেকে সাতদিন পর্যন্ত বৈধ থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi 15 5G ফোনের সেল শুরু, 15,000 টাকার মধ্যে 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  2. ভারতে লঞ্চের আগেই Relme 15T এর দাম ফাঁস, থাকবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  3. আজ থেকেই WhatsApp বিনা ইন্টারনেটে চলবে! যুগান্তকারী ফিচার এল এই ফোনে
  4. iPhone 17 সিরিজের আগেই বিরাট চমক, Samsung-এর নতুন প্ল্যানে চাপে Apple
  5. লঞ্চের আগেই Oppo F31 সিরিজের তিনটি ফোনের ছবি ফাঁস হল, 7,000mAh ব্যাটারি থাকবে
  6. বিশ্বের প্রথম AC যুক্ত স্মার্টফোন এনে চমকে দিল Realme, চালালেই বেরোবে ঠান্ডা হাওয়া
  7. Samsung Galaxy M07 মাত্র 8,000 টাকায় লঞ্চ হতে পারে, 6 বছর ধরে পাবেন Android আপডেট
  8. Xiaomi HyperOS 3: ফোন চলবে মাখনের মতো, আগামীকাল নতুন আপডেট আনছে শাওমি
  9. Realme আনল 15,000mAh ব্যাটারির অবিশ্বাস্য ফোন, এক চার্জে চলবে 5 দিন
  10. 5,000 টাকা ছাড় 7,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Realme 5G ফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »