Photo Credit: Reliance Jio
Reliance Jio has also revised the pay-as-you-go rates for multiple international locations
বিগত শুক্রবার রিলায়েন্স জিও 21টি দেশের জন্য নতুন আন্তর্জাতিক সাবস্ক্রাইবার ডাইলিং(ISD) রিচার্জ পরিকল্পনার ঘোষণা করেছে। টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি মিনিটের হিসেবে নতুন পরিকল্পনা চালু করেছে, যেটি প্রতিটি রিচার্জের বিনিময়ে নিয়োজিত “কল মিনিট” প্রদান করে। নতুন ISDরিচার্জের পরিকল্পনাগুলি 39টাকা থেকে শুরু হয় এবং 99 টাকা পর্যন্ত যায়। এই পরিকল্পনাগুলো প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদের জন্যই উপলব্ধ আছে। এছাড়াও নতুন পরিকল্পনাগুলির পাশাপাশি কোম্পানী কয়েকটি মূল আন্তর্জাতিক স্থানের জন্য “Pay-as-you-go”-পরিকল্পনাটির দাম সংশোধন করেছে। গ্রাহকের জন্য নতুন সংশোধিত দাম এবং “নতুন মিনিটের” পরিকল্পনাগুলি উপলব্ধ আছে।
একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে কোম্পানী নতুন ISD মিনিট পরিকল্পনাগুলির বিবরন দিয়েছেন।মিনিট পরিকল্পনাগুলি মূলত গ্রাহকদের কোনো অতিরিক্ত সুবিধা ছাড়াই একটি নির্দিষ্ট সংখ্যক কল মিনিট প্রদান করে।এগুলি Pay-as-you-go রিচার্জ পরিকল্পনা- গুলির থেকে ভিন্ন, যেখানে ব্যাবহারকারীদের ISD কলের জন্য মিনিট ভিত্তিক সীমাবদ্ধতাহীন একটি বিশেষ দামের পরিকল্পনা কিনতে হবে।যারা খুব বেশি সময় কাটানোর পরিবর্তে,আন্তর্জাতিক ছোটো কল করতে চান তাদের জন্য এই পরিকল্পনাগুলো খুবই উপযোগী।
নতুন রিলায়েন্স জিও মিনিট পরিকল্পনাগুলি শুরু হচ্ছে 39টাকা থেকে।এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আন্তর্জাতিক কলের জন্য উপলব্ধ৷পরিকল্পনাটি 30মিনিটের কল করার সময় দেয়।বাংলাদেশে 20 মিনিট কলের জন্য একটি নির্দিষ্ট 49টাকার মিনিটের পরিকল্পনা আছে।সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং এবং মালয়েশিয়াতে 15মিনিটের কলের জন্য গ্রাহকদের 49 টাকা দিতে হবে।
আবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্য 15মিনিট কলটির পরিকল্পনার দাম 69 টাকা।অন্যদিকে গ্রাহকদের যুক্তরাজ্য,জার্মানি, ফ্রান্স এবং স্পেনে 10মিনিট কল করার পরিবর্তে 79টাকা রিচার্জ পরিকল্পনাটি কিনতে হবে। 89টাকার রিচার্জ পরিকল্পনাটি চীন,জাপান এবং ভুটানে 15 মিনিটের কলের সময় প্রদান করে।
অবশেষে ব্যবহারকারীদের সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, তুরস্ক, কুয়েত এবং বাহরাইনে কল করার জন্য 99টাকা খরচ করতে হবে,যেটি 10মিনিট কলের সময় দেয়।
এই লখ্যভিত্তিক রিচার্জ পরিকল্পনাগুলি, ব্যবহারকারীদের যেই অঞ্চলে সংযুক্ত থাকতে চায়, শুধু সেই অঞ্চলের জন্যই অর্থপ্রদন করতে সাহায্য করে। এই পরিকল্পনাগুলো সমস্ত জিও প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল সদস্যদের কাছে উপলব্ধ আছে। এছাড়াও এখানে, একজন ব্যাবহারকারী তাদের নম্বরে কতবার,একটি পরিকল্পনা রিচার্জ করবে তার কোনো সীমাবদ্ধতা নেই।সমস্ত পরিকল্পনাগুলি রিচার্জের দিন থেকে সাতদিন পর্যন্ত বৈধ থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন