এবার এয়ারটেলের রিচার্জ প্ল্যানগুলি হয়ে গেলো আরও সস্তা
Photo Credit: Reuters
এয়ারটেল এখনও প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির জন্য তার সংশোধিত মূল্য সম্পর্কিত একটি ঘোষণা জারি করেনি
বিগত মাসে টেলিকম রেগুলেটরি অথারিটি অফ ইন্ডিয়া (TRAI) কিছু নতুন গাইডলাইন নিয়ে এসেছে, সেটিকে মান্য করে গ্রাহকদের জন্য এয়ারটেল তাদের ভয়েস এবং শুধুমাত্র SMS করার রিচার্জ প্লানগুলো পরিবর্তন করে নতুন কিছু প্রী-পেইড প্ল্যান নিয়ে এসেছে। TRAI নতুন লঞ্চ হওয়া ভাউচারগুলি পরীক্ষা করবে বলার পরই কোম্পানি চুপিসারে ভয়েস এবং শুধু-SMS-এর বিশেষ ট্রাফিক ভাউচারগুলির দাম আপডেট করেছে। এরপূর্বে অপারেটরটি তাদের উপস্থিত STVs-টি আপডেট করেছে, যেটিতে নতুন ভাউচারগুলির সাথে ডেটার বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত ছিল।
কিছু সপ্তাহ আগে এয়ারটেল 499 টাকা দামের একটি নতুন STV-র ঘোষণা করেছিল, যেটিতে 84 দিনের বৈধতার সাথে অপরিসীম ভয়েস কল এবং 900টি ফ্রি SMS ছিল। এইভাবে সাবস্ক্রাইবারদের কাছে 365 দিনের বৈধতার সাথে একটি 1959 টাকার রিচার্জ প্ল্যান ছিল যেটিতে আনলিমিটেড ভয়েস কল এবং 3,600টি পর্যন্ত SMS এর সুবিধা ছিল। বর্তমানে টেলিকম অপারেটরের ওয়েবসাইট থেকে এই প্ল্যানগুলি সরিয়ে দেওয়া হয়েছে।
এর পাশাপাশি কিছুদিন আগে উন্মোচিত ভাউচারগুলির চেয়ে সস্তা দুটি নতুন STV বর্তমানে এয়ারটেলের ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। যেখানে 499 টাকার ভাউচারটির দাম 469 করা হয়েছে এবং 1959 টাকার প্ল্যানটি 1849 টাকায় উপলব্ধ আছে। যে সমস্ত সাবস্ক্রাইবার এই প্ল্যানগুলি কিনবেন তারা আগের STV-গুলির মতো একই সুবিধা লাভ করবেন।
তবে এয়ারটেল রিচার্জ প্ল্যানগুলির দাম কমানোর কারণ বিষয়ক তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনরকম উত্তর পাওয়া যায়নি। তবু এটা দেখতে হবে যে, একটি হিন্দুস্থান টাইমসের মুছে ফেলা X-পোস্ট, যেখানে বলা হয়েছিল TRAI জিও এবং এয়ারটেলের নতুন ভাউচার প্ল্যানগুলি পরীক্ষা করে দেখার পরিকল্পনা করছিল।
সম্প্রতি TRAI-এর নজরে এসেছে যে, কিছু সার্ভিস প্রদানকারী সংস্থা ভয়েস এবং শুধু মাত্র SMS করার প্যাকগুলি লঞ্চ করেছে, যেগুলি লঞ্চ হওয়ার দিন থেকে কার্যকরী সাতদিনের মধ্যে TRAI-কে রিপোর্ট করার কথা বলা হয়েছে। এই সংস্থাটি জানিয়েছে যে, সম্প্রতি লঞ্চ হওয়া ভাউচারগুলি TRAI-দ্বারা পরীক্ষা করা হবে।
বিগত শনিবার এয়ারটেলের ওয়েবসাইটে পরিবর্তিত যেসব ভয়েস এবং শুধুমাত্র SMS-এর দাম গুলি তালিকাভুক্ত করা হয়েছে, সেই বিষয়ে TRAI এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
যেসমস্ত এয়ারটেলের সাবস্ক্রাইবাররা বিশেষ ডেটার সুবিধার সাথে কোনো ভাউচার খুঁজছেন তারা 548 টাকার প্ল্যানের বিনিময়ে 84 দিনের বৈধতার 7 জিবি ডেটা পেয়ে যাবেন। এছাড়াও বার্ষিক 2,249-টাকার প্ল্যানের সাথে 30-জিবি ডেটা উপলব্ধ আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Red Dead Redemption Is Coming to Netflix on iOS and Android, PS5, Xbox Series S/X and Switch 2 Next Month