169 টাকা প্ল্যানে Airtel গ্রাহকরা দিনে 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা। আর থাকছে দিনে 100 টি SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
Airtel has launched a new pack to rival Vodafone and Jio competition
169 টাকা প্ল্যান লঞ্চ করল Airtel। নতুন প্ল্যানে Jio ও Vodafone কে ঘায়েল করার পরিকম্পনা করেছে এক সময় ভারতের এক নম্বর স্থানে থাকা টেলিকম কোম্পানিটি। নতুন 169 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে দিনে 1GB ডাটার সাথেই পাওয়া যাবে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইট ও যে কোন রিটেলারের কাছ থেকে 169 টাকা রিচার্জ করা যাচ্ছে।
![]()
Photo Credit: Airtel.in
169 টাকা প্ল্যানে Airtel গ্রাহকরা দিনে 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা। আর থাকছে দিনে 100 টি SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। সম্প্রতি 169 টাকা প্ল্যান লঞ্চ করেছে Vodafone। Vodafone –এর 169 টাকা প্ল্যানে দিনে 1GB ডাটার সাথেই একই সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।
Vodafone এর অন্যান্য প্ল্যানের মতোই 169 টাকা প্ল্যানেও দিনে সর্বোচ্চ 250 মিনিট সপ্তাহে সর্বোচ্চ 1000 মিনিটন কল বিনামূল্যে করা যাবে। এছাড়াও সর্বোচ্চ 100 টি আলাদা নম্বরে কাজ করবে বিনামূল্যে কলিং। তবে এয়ারটেলের ফ্রি কলে কোন লিমিট নেই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch Ultra 2 Launch Timeline Leaked; Could Debut Alongside Samsung Galaxy Watch 9