Jio is offering prepaid plans that include free Netflix subscription
Photo Credit: Jio
আপনি কি সিনেমাপ্রেমী? ওয়েব সিরিজের পুরো সিজন একটানা দেখতে ভালবাসেন? যদি Netflix সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে Jio আপনার জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। ভারতের বৃহত্তম টেলিকম সংস্থার ঝুলিতে এমন দুইটি কম খরচের রিচার্জ প্ল্যান রয়েছে, যার মধ্যে ফ্রি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত। এর সাথে আরও একাধিক বাড়তি সুবিধা থাকছে৷ শুধু বিনোদন নয়, ব্যবহারকারীরা পাবেন 84 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং আনলিমিটেড ট্রু 5G ডেটা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন Jio প্রিপেইড প্ল্যানে ফ্রি Netflix সাবস্ক্রিপশনের সাথে অতিরিক্ত বেনিফিট পাওয়া যাচ্ছে।
1,799 টাকার Jio Netflix Pan: জিওর 1,799 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। এছাড়াও, এটি তিন মাস JioHotstar প্ল্যাটফর্মে ফ্রি অ্যাক্সেস দেয়। এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কলিং, প্রতি দিন 3 জিবি 4G ডেটা, দৈনিক 100 SMS, এবং আনলিমিটেড ট্রু 5G ডেটার সাথে এসেছে। রিচার্জের ভ্যালিডিটি 84 দিন।
1,799 টাকার প্ল্যানের সাথে জিও গ্রাহকরা 18 মাসের Google Gemini Pro প্ল্যান ব্যবহার করতে পারবেন। জেমিনাই ফ্রি প্ল্যানের তুলনায় এআই প্রো প্ল্যানে প্রচুর সুবিধা রয়েছে। আলাদা নিলে 18 মাসে 35,100 টাকা খরচ হওয়ার কথা। কিন্তু সেটা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে কোম্পানি। ন্যানো ব্যানানা প্রো মডেল দিয়ে আরও বেশি এআই ছবি তৈরি করা যাবে। Veo 3.1 এর মাধ্যমে শুধু টেক্সট লিখে ভিডিও বানাতে পারবেন।
গুগল ফটোস, জিমেইল, ড্রাইভ, ও হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে (Android) 2 টিবি স্টোরেজ পাওয়া যাবে। এছাড়াও, Jio Home এর নতুন কানেকশনে 2 মাসের ফ্রি ট্রায়াল নেওয়া যাবে। JioAI Cloud-এ 50 জিবি স্টোরেজ বিনামূল্যে মিলবে।
1,299 টাকার এই প্ল্যানেও নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া আছে। এতে 84 দিন ভ্যালিডিটি, দৈনিক 100 ফ্রি SMS, এবং আনলিমিটেড ভয়েস কলিং উপলব্ধ। তবে প্রতি দিনের জন্য 2 জিবি ডেটা বরাদ্দ রয়েছে। এছাড়াও, এই প্ল্যানে JioHotstar এর তিন মাস মোবাইল/টিভি সাবস্ক্রিপশন, 50 জিবি JioAI Cloud স্টোরেজ, ও 35,100 টাকার Google Gemini Pro অর্ন্তভুক্ত আছে।
প্রসঙ্গত, Jio একটি 1,049 টাকার প্ল্যানও নিয়ে এসেছে, যা Sony LIV ও ZEE5 সাবস্ক্রিপশন অফার করছে। এটি 84 দিন আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক 2 জিবি ডেটা দেয়। জিওর 1,029 টাকার প্রিপেইড প্ল্যান নিলে Amazon Prime Video এর অ্যাক্সেস পেয়ে যাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.