105 টাকার অনন্ত প্ল্যানে আনলিমিটেড লোকাল ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 26 দিন। তবে এই প্ল্যানের সাথে কোন ডাটা বা SMS এর সুবিধা পাওয়া যাবে না।
ডাটা ব্যবহারকারীদের জন্য 98 টাকার ডাটা সুনামি প্যাক লঞ্চ করেছে BSNL।
নতুন দুটি আনলিমিটেড ভয়েস কল প্ল্যান নিয়ে এলো BSNL। আপাতত শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলে এই প্ল্যানগুলি লঞ্চ হয়েছে। 105 টাকা ও 328 টাকায় প্ল্যান দুটি লঞ্চ করেছে রাষ্ট্রায়াত্ত্ব কোম্পানিটি। নতুন এই প্ল্যান দুটির নাম অনন্ত ও অনন্ত প্লাস। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। একটি রিপোর্টে জানানো হয়েছে অন্যান্য কিছু সার্কেলেও এই প্ল্যান পাওয়া যাচ্ছে। এর সাথেই আজ পর্যন্ত সবথেকে কম দামে একটি ডাটা প্ল্যান লঞ্চ করেছে কোম্পানি।
105 টাকার অনন্ত প্ল্যানে আনলিমিটেড লোকাল ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 26 দিন। তবে এই প্ল্যানের সাথে কোন ডাটা বা SMS এর সুবিধা পাওয়া যাবে না। TelecomTalk এ এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। অন্যদিকে 328 টাকার অনন্ত প্লাস প্ল্যানে একি সুবিধা 90 দিনের জন্য পাওয়া যাবে। তবে দিল্লি ও মুম্বাই সার্কেলে এই প্ল্যান কাজ করবে না।
ডাটা ব্যবহারকারীদের জন্য 98 টাকার ডাটা সুনামি প্যাক লঞ্চ করেছে কোম্পানি। এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা ব্যবহার করা যাবে। প্ল্যানের ভ্যালিডিটি 26 দিন। এর ফোলে গ্রাহকরা মোট 39GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে 1GB ডাটার জন্য খরচ হবে মাত্র 2.5 টাকা। তবে আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলে কোম্পানির 4G নেটওয়ার্ক রয়েছে। কোম্পানি জানিয়েছে শীঘ্রই এই পরিষেবা দেশের অন্য সার্কেলেও চালু করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amazon Demands Perplexity Stop AI Tool From Making Purchases