BSNL নিয়ে এসেছে 1 টাকার রিচার্জ প্ল্যান
Photo Credit: BSNL
আজকের দিনে দাঁড়িয়ে 1 টাকায় কী কী পাওয়া যায়? উত্তরে চমক কিছুই নেই। একটি লজেন্স বা নিদেনপক্ষে চায়ের দোকানে চা ছাড়া একটা মেরি বিস্কুট। এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না। কিন্তু এখন এই 1 টাকার রিচার্জ করেই আপনি গোটা মাস নিশ্চিন্তে কাটাতে পারেন। স্রেফ 1 টাকায় 30 দিনের জন্য আনলিমিটেড কল, সঙ্গে দৈনিক 2 জিবি 4G ডেটা ও দিনে 100টি SMS। শুনতে অবাস্তব লাগলেও এমনই অবিশ্বাস্য সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে BSNL। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে একটি লিমিটেড পিরিয়ড প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চের ঘোষণা করেছে। কোম্পানি একে বলছে 'Freedom Offer'।
আর দুই সপ্তাহ পরেই দেশের 79তম স্বাধীনতা দিবস। সেই। সেই উপলক্ষ্যেই বিএসএনএল আমজনতার জন্য মাত্র এক টাকায় প্রিপেইড রিচার্জ প্ল্যান এনেছে বলে মনে করা হচ্ছে। কোম্পানি দাবি করছে, 1 টাকার এই 'আজাদি কা প্ল্যান' সত্যিকারের ডিজিটাল স্বাধীনতা দেবে। 1 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে প্ল্যানটি রিচার্জ করলে সুযোগ সুবিধা পাওয়া যাবে।
উক্ত সময়ের মধ্যে BSNL গ্রাহকরা প্রতিদিন 2 জিবি 4G ডেটা ব্যবহার করতে পারবেন। এর অর্থ হল মাসে মোট 60 জিবি ডেটা। 30 দিন ধরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। দিনে 100টি এসএমএস পাঠাতে দেবে সংস্থা। ফেয়ার ইউজেস পলিসি (FUP) এর অধীনে নির্ধারিত দৈনিক কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি 40 কেবিপিএসে নেবে আসবে।
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি ফ্রিডম অফার নিতে ইচ্ছুক গ্রাহকদের কোনও খরচ ছাড়াই বিনামূল্যে 4G সিম কার্ড প্রদান করবে। মনে রাখবেন, স্বাধীনতা দিবসের চেতনায় সীমিত সময়ের জন্য চালু এই অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য। BSNL ফ্রিডম অফারটি আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে শুধুমাত্র 30 দিনের জন্য সাবস্ক্রাইব করা যাবে। অফারটি পেতে গ্রাহকরা রিটেলার অথবা BSNL কমন সার্ভিসেস সেন্টারে যেতে পারেন।
উল্লেখ্য, BSNL একটি নতুম পরিষেবা চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই সিম কার্ডের ডেলিভারি পাওয়া যাবে। সংস্থাটির নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে সিম কার্ড হোম ডেলিভারি করার কথা জানিয়েছে। প্রিপেইড এবং পোস্টপেইড উভয় সিম বাড়ি পৌঁছে দেবে কোম্পানি। নতুন সিম হোম ডেলিভারির আগে অনলাইনে পুরনো নম্বর বিএসএনএলে পোর্ট করা যাবে। এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া (ভিআই) এর মতো বেসরকারি কোম্পানিগুলি আগে থেকেই সিম কার্ড বাড়িতে ডেলিভারি দেয়। তবে, BSNL হোম ডেলিভারি বিনামূল্যে করবে নাকি কোনও চার্জ নেবে তা এখনও অজানা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.