ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) একটি নতুন পরিষেবা চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই সিম কার্ডের ডেলিভারি পাবে গ্রাহক।
Photo Credit: BSNL
সম্প্রতি BSNL ভারতে তাদের 5G পরিষেবা চালু করেছে
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) একটি নতুন পরিষেবা চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই সিম কার্ডের ডেলিভারি পাবে গ্রাহক। অনলাইন কেনাকাটার যুগে স্মার্টফোনে আঙুল ছোঁয়ালেই ডেলিভারি বয়ের বাইকে চেপে বাড়ি চলে আসছে মোবাইল, ল্যাপটপ থেকে শুরু করে পছন্দের রেস্তোরাঁর বিরিয়ানি। আমজনতার এই স্বাচ্ছন্দ্যেকে হাতিয়ার করেই সিমের ডোরস্টোপ ডেলিভারি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। এর ফলে গ্রাহকদের সময় এবং শ্রম দুটোই বাঁচবে। BSNL একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে যার মাধ্যমে গ্রাহকদের বাড়িতে সিম কার্ড পৌঁছে যাবে। সিম অর্ডার করার সময় প্রিপেইড এবং পোস্টপেইড সংযোগের মধ্যে একটি বেছে নিতে হবে। সিম কার্ড ডেলিভারি সম্পন্ন করার আগে সেলফ কেওয়াইসি (Self KYC) ভেরিফিকেশন করতে হবে।
বিএসএনএল-এর নতুন পোর্টালটি এখানে অ্যাক্সেস করা যাবে। সিম কার্ড কেনার সময় গ্রাহকরা নতুন নম্বরের মাধ্যমে নতুন কানেকশন পেতে পারেন। আবার অন্য টেলিকম সংস্থার সিমের নম্বর বিএসএনএলে পোর্ট করার সুবিধা থাকছে। KYC-এর জন্য একটি কাস্টমার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে যেখানে পোস্টপেইড বা প্রিপেইড সিম কার্ডের মধ্যে একটি বিকল্প নির্বাচন করতে বলা হবে।
BSNL-এর সিম কার্ড হোম ডেলিভারি পরিষেবা বেছে নেওয়ার সময় পোর্টালটি গ্রাহকদের থেকে নিম্নলিখিত তথ্যগুলি জিজ্ঞাসা করবে
1. পিন কোড
2. আবেদনকারীর নাম
3. বিকল্প মোবাইল নম্বর
তথ্য দেওয়ার পর, কনফার্মেশনের জন্য বিকল্প মোবাইল ফোন নম্বরে একটি OTP পাঠিয়ে ভেরিফাই করা হবে। টেলিকম সংস্থাটি জানিয়েছে যে, গ্রাহকরা যে কোনো সংশয় বা প্রশ্নের জন্য 1800-180-1503 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।
এই পদক্ষেপের মাধ্যমে, এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া (ভিআই) এর মতো বেসরকারি কোম্পানিগুলির সাথে সিম কার্ডের হোম ডেলিভারি পরিষেবায় যোগ দিয়েছে বিএসএনএল। তবে, হোম ডেলিভারি সার্ভিস বিনামূল্যে নাকি কোনও চার্জ প্রযোজ্য তা এখনও অজানা। উল্লেখ্য, তিনটি বেসরকারি টেলিকম সংস্থাই বিনামূল্যে এই পরিষেবা প্রদান করে। সিম কার্ড হোম ডেলিভারি পরিষেবা এমন এক সময়ে চালু হচ্ছে যখন বিএসএনএল তাদের গ্রাহক হারাচ্ছে।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) কর্তৃক প্রকাশিত সর্বশেষ টেলিকম সাবস্ক্রিপশন তথ্য অনুসারে, এপ্রিল মাসে তারা 0.2 মিলিয়ন (2 লাখ) মোট গ্রাহক এবং 1.8 মিলিয়ন (18 লাখ) সক্রিয় গ্রাহক হারিয়েছে। তবে প্রায় দুই দশক বাদে পর পর দু'টি ত্রৈমাসিকে লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। 2024-25 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে 262 কোটি টাকা মুনাফা হয়েছিল। আর গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) তা বেড়ে 280 কোটি টাকা হওয়ার দাবি করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch