অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের লিস্টিং এ 599 টাকা প্ল্যান দেখা গিয়েছে। এই প্ল্যানে 180 দিন বিনামূল্যে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। এছাড়াও এই প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানো যাবে।
599 টাকায় 180 দিন আনলিমিটেড ভয়েস কল দিচ্ছে BSNL
599 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই প্ল্যানে 180 দিন আনলিমিটেড কল করা যাবে। নির্বাচিত কিছু সার্কেলের গ্রাহকরাই এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। তবে এই প্ল্যানের সাথে কোনও ডেটা পাওয়া যাবে না। সম্প্রতি লম্বা ভ্যালিডিটির পাঁচটি প্ল্যান বন্ধ করে দিয়েছিল রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থাটি।
অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের লিস্টিং এ 599 টাকা প্ল্যান দেখা গিয়েছে। এই প্ল্যানে 180 দিন বিনামূল্যে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। এছাড়াও এই প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানো যাবে।
তবে আনলিমিটেড ভয়েস কলের সাথে 599 টাকায় কোনও ডেটা ব্যবহারের সুবিধা দিচ্ছে না BSNL। এখন শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরাই এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
Telecom Talk ওয়েবসাইটে প্রথম 599 তাকা প্ল্যানের খবর সামনে এলেও Gadgets 360 এই প্ল্যানের সত্যতা যাচাই করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online