য়ারটেল ও জিওকে টক্কর দিতে আবার নতুন প্ল্যান লঞ্চ করলো আইডিয়া সেলুলার। 499 টাকার নতুন এই প্ল্যানে আইডিয়া গ্রাহকরা 82 দিনের জন্য পাবেন 164GB 4G ডাটা।
499 টাকার নতুন এই প্ল্যানে আইডিয়া গ্রাহকরা 82 দিনের জন্য পাবেন 164GB 4G ডাটা
এয়ারটেল ও জিওকে টক্কর দিতে আবার নতুন প্ল্যান লঞ্চ করলো আইডিয়া সেলুলার। 499 টাকার নতুন এই প্ল্যানে আইডিয়া গ্রাহকরা 82 দিনের জন্য পাবেন 164GB 4G/ 3G/ 2G ডাটা। আইডিয়া প্রিপেডের আনলিমিটেড প্ল্যানের আধীনে লঞ্চ করা হয়েছে নতুন এই প্ল্যানটি। হাই স্পিড ডাটা ছাড়াও এই প্ল্যানের অধীনে থাকা আইডিয়ার প্রিপেড গ্রাহকরা পাবেন আনলিমিটেড লোকাল কল ও এসএমএস এর সুবিধা। জিওর 498 টাকা ও এয়ারটেলের 499 টাকার প্ল্যানের সাথেই বাজারে টিকে থাকতে এই প্ল্যান লঞ্চ করল আইডিয়া। প্রসঙ্গত জিওর 498 টাকার প্ল্যানে গ্রাহকরা 91 দিনের জন্য পান 182GB ডাটা আর এয়ারটেল তাদের প্রিপেড গ্রাহকদের 499 টাকার প্ল্যানে 82 দিনের জন্য দেয় 164GB 4G ডাটা।
নতুন এই 499 টাকার প্ল্যানে আইডিয়া তাদের প্রিপেড গ্রাহকদের দিনে 2GB করে ডাটা দেবে। তবে এই সীমা ছাড়িয়ে গেলে গ্রাহকদের প্রতি 10KB তে দিতে হবে 4 পয়সা। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং। যদিও নামে আনলিমিটেড বললেও আসলে এই প্ল্যানের গ্রাহকরা পাবেন দিনে 250 মিনিট ও সপ্তাহে 1000 মিনিট আউটগোইং কল এর সুবিধা পাবেন গ্রাহকরা। এই সীমা অতিক্রম করলে গ্রাহকদের আউটগোইং কলের জন্য প্রতি সেকেন্ডে 1 পয়সা খরচ করতে হবে।
এছাড়াও 499 টাকার এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ফ্রি ন্যাশানাল রোমিং ও দিনে 100 টি করে লোকাল ও ন্যাশানাল এসএমএস এর সুবিধা। এসএমএস এর সীমা অতিক্রম করে গেলে এই প্ল্যানে গ্রাহকদের লোকাল এসএমএস এ খরচ হবে মেজেস প্রতি 1টা। আর ন্যাশানাল এসএমএস এ এই রেট দাঁড়াবে 1.5 টাকায়।
এয়ারটেলের প্ল্যানেও একই ডাটা সুবিধা পেয়ে থাকেন কোম্পানির প্রিপেড গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটিও 82 দিন। এর সাথেই পাওয়া যাবে আনলিমিটেড কলিং ও দিনে 100 টি লোকাল ও ন্যাশানাল এসএসএস এর সুবিধা আর ফ্রি ন্যাশানাল রোমিং। এছাড়াও এই মাসের শুরুতেই এয়ারটেল লঞ্চ করেছে নতুন 558 টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা 82 দিনের জন্য পাবেন 246GB 4G ডাটা। এর সাথেই অন্য আনলিমিটেড প্ল্যানের মতোই এই প্ল্যানেও রয়েছে অনলিমিটেড ভয়েস কল, দিনে 100 টি লোকাল ও ন্যাশানাল এসএমএম ও ফ্রি ন্যাশানাল রোমিং এর সুবিধা। অন্যদিকে জিও তাদের 498 টাকার প্ল্যানে গ্রাহকদের 91 দিনের জন্য দিচ্ছে প্রতিদিন 2GB 4G ডাটা ব্যাবহারের সুবিধা। এছাড়াও রয়েছে জিওর 448 টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন পাবেন 1.5GB 4G ডাটা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked
Apple Confirms Second Store in Mumbai Will Open 'Soon'; Reportedly Leases Space for Corporate Office in Chennai