অফারের বন্যায় ভেসে যাচ্ছে গোটা দেশ। বাদ নেই টেলিকম কোম্পানিগুলিও। এমনিতেই চরম প্রতিযোগিতা টেলিকম সেক্টারে। দীপাবলীর আগে আবার গ্রাহকদের 100% ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করল Jio। কোম্পানি জানিয়েছে 149 টাকার বেশি সব রিচার্জে পাওয়া যাবে 100% ক্যাশব্যাক।
এছাড়াও লম্বা ভ্যালিডিটির 1699 টাকার প্ল্যান লঞ্চ করেছে Jio। এই প্ল্যানে Jio প্রিপেড গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডাটা ব্যবহার করতে পারবেন। কোম্পানির আর সব প্ল্যানের মতোই এই প্ল্যানেও থাকবে এনলিমিটেড কল আর দিনে 100 টি SMS এর সুবিধা। Jio জানিয়েছে 1699 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এর সাথেই গ্রাহকরা Jio র সব প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে পারবেন।
এর সাথেই 149 টাকার বেশি যে কোন রিচার্জে 100% ক্যাশব্যাক দিচ্ছে Jio। 149 টাকার বেশি যে কোনও রিচার্জের সঙ্গে ক্যাশব্যাকের সুবিধা মিলবে রিলায়েন্স ডিজিটাল কুপনের মাধ্যমে। My Jio অ্যাপের মাধ্যমে Jio Primme মেম্বাররা এই সুবিধা পাবেন। যে কোনও রিলায়েন্স ডিজিটাল স্টোরে 5000 টাকার কেনাকাটায় এই কুপন ব্যবহার করা যাবে। 500 টাকার বেশি প্ল্যান রিচার্জ করলে একাধিক কুপন মিলবে। এক সঙ্গে সর্বাধিক দু'টি কুপন ব্যবহার করা যাবে।
My Jio অ্যাপ এর মাই কুপন বিভাগে এই কুপন পাওয়া যাবে। Bookmyshow, Google Play, Cleartrip আর Google এ কেনাকাটায় এই কুপন ব্যবহার করা যাবে। এছাড়াও Western Digital, Seagate আর Sony হার্ড ডিস্ক, Samsung আর Lenovo ট্যাবলেট এবং Xiaomi আর Samsung স্মার্টফোন কেনার সময় এই কুপন রিডিম করা যাবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব কুপন ব্যবহার করতে হবে।
এবার Jio Phone 2 সেলে নজর রাখা যাক। আগামী 5 নভেম্বর থেকে 12 নভেম্বর Jio Phone 2 তে শুরু হচ্ছে সেল। এতদিন Jio Phone 2 শুধুমাত্র ফ্ল্যাশ সেলের মাধ্যমে কেনা যেত। 5-12 নভেম্বর Jio.com থেকে ওপেন সেলে পাওয়া যাবে Jio Phone 2। অর্থাৎ নির্দিষ্ট এই দিনে Jio.com এ লগ ইন করে যে কোন সময় কেনা যাবে Jio Phone 2। আগামী 5 নভেম্বর দুপুর 12 টায় ওপেন সেলে বিক্রি শুরু হবে Jio Phone 2।
অগাস্ট মাসে লঞ্চের পরে ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Jio Phone 2। শুধুমাত্র Jio.com থেকেই কেনা যায় এই স্মার্টফোন। Jio.com ওয়েবসাইটে Jio Phone 2 এর দাম 2,999 টাকা।
তিনটি আদালা প্ল্যানে Jio Phone 2 ব্যবহার করা যায়। 49 টাকা, 99 টাকা আর 153 টাকা প্ল্যানে এই ফিচারফোন ব্যবহার করা যায়। 49 টাকা প্ল্যানে মোট 1GB ডাটা, 99 টাকা প্ল্যানে দিনে 500 MB ডাটা আর 153 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই রয়েছে আনলিমিটেড কল, SMS আর সব Jio অ্যাপ ব্যবহারের সুবিধা। তিনটি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
এছাড়াও রয়েছে Jio Phone গিফট কার্ড। এই গিফট কার্ডের মাধ্যমে মাত্র 1095 টাকায় Jio Phone কেনা যাবে। প্রসঙ্গত Jio Phone মনসুন হাঙ্গামা অফারে মাত্র 501 টাকায় Jio Phone পাওয়া যাচ্ছিল। এর পরে 594 টাকা ছয় মাসের রিচার্জের জন্য ব্যবহার হবে। 14,99 টাকা রিফান্ডেবেল ডিপোজিটের মাধ্যমে কেনা যায় Jio Phone।
Amazon.in থেকে পাওয়া যাচ্ছে Jio Phone গিফট কার্ড। দীপাবলীর আগে প্রিয়জনকে Jio Phone উপহার দেওয়ার জন্যই লঞ্চ হয়েছে Jio Phone গিফট কার্ড।
এই গিফিট কার্ডে ছয়টি 99 টাকা রিচার্জ থাকবে। 99 টাকা রিচার্জে Jio Phone গ্রাহকরা দিনে 500MB ডাটা, আনলিমিটেড কল ও রোজ 100টি SMS ব্যবহার করতে পারবেন। এই রিচার্জের ভ্যালিডিটি 30 দিন। এই টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ছয়টি ব্যাক-টু-ব্যাক রিচার্জ হিসাবে যোগ হবে। এর সাথেই এই গিফট কার্ডের সাথেই বিনামূল্যে 6GB ডাটা পাওয়া যাবে। এর ফলেই 1095 টাকা Jio Phone গিফট কার্ডে মোট 96GB ডাটা ব্যবহার করা যাবে।
99 টাকার প্যাক ছাড়াও Jio Phone এর জন্য আরও দুটি রিচার্জ প্যাক রয়েছে। 49 টাকা রিচার্জে 1GB ডাটার সাথে পাওয়া যায় আনলিমিটেড কল আর রোজ 100টি SMS এর সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। 153 টাকা প্ল্যানে রোজ 1.5GB ডাটাড় সাথেই পাওয়া যায় আনলিমিটেড কল, দিনে 100টি SMS আর সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন