Jio কে বাজারে টক্কড় দিতেই এই প্ল্যানগুলি লঞ্চ করেছে Vodafone। এর সাথেই নতুন এই প্ল্যানের গ্রাহকদের বিনামূল্যে Amazon Prime মেম্বারশিপ দিচ্ছে কোম্পানি। কিছু পোস্টপেড প্ল্যানের সাথে বিনামূল্যে Netflix এর সাবস্ক্রপশানও দিচ্ছে Vodafone।
নিজেদের পোস্টপেড প্ল্যান ঢেলে সাজালো Vodafone। Jio কে বাজারে টক্কড় দিতেই এই প্ল্যানগুলি লঞ্চ করেছে Vodafone। এর সাথেই নতুন এই প্ল্যানের গ্রাহকদের বিনামূল্যে Amazon Prime মেম্বারশিপ দিচ্ছে কোম্পানি। কিছু পোস্টপেড প্ল্যানের সাথে বিনামূল্যে Netflix এর সাবস্ক্রপশানও দিচ্ছে Vodafone। কোম্পানির RED প্ল্যানের সাথে এই অফারগুলি পাওয়া যাচ্ছে। 399 টাকা থেকে 2,999 টাকার পোস্টপেড প্ল্যানে এই সব চমৎকার অফার দিচ্ছে Vodafone।
399 টাকার RED প্ল্যানে এবার থেকে গ্রাহকরা মাসে 40GB ডাটা পাবেন। এছাড়াও পুরো ডাটা ব্যবহার না করলে পরের মাসে তা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এইভাবে নিজের অ্যাকাউন্টে 200GB পর্যন্ত ডাটা রাখতে পারবেন গ্রাহকরা। এর সাথেই গ্রাহকরা পাবেন বিনামূল্যে লোকাল, ন্যাশানল ও রোমিং কলের সুবিধা। এর সাথেই গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবেন Vodafone Play ও Amazon Prime সবস্ক্রিপশান। এছাড়াও অতিরিক্ত 399 টাকার গিফট কুপন দেবে Vodafone। এর সাথে বিল গ্যারান্টি ফিচার ব্যাবহার করা যাবে।
499 টাকার RED প্ল্যানে এবার থেকে মাসে 75GB ডাটা পাওয়া যাবে। এছাড়াও পুরো ডাটা ব্যবহার না করলে পরের মাসে তা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এইভাবে নিজের অ্যাকাউন্টে 200GB পর্যন্ত ডাটা রাখতে পারবেন গ্রাহকরা। গ্রাহকরা পাবেন বিনামূল্যে লোকাল, ন্যাশানল ও রোমিং কলের সুবিধা। এর সাথেই গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবেন Vodafone Play ও Amazon Prime সবস্ক্রিপশান। এর সাথেই এই প্ল্যানের গ্রাহকদের 3000 টাকার ডিভাইস প্রোটেকশান ও 499 টাকার গিফট কুপন দেবে Vodafone।
1,299 টাকার পোস্টপেড প্ল্যানে মাসে 100GB ডাটা দেবে Vodafone। এর সাথেই পুরো ডাটা ব্যবহার না করলে পরের মাসে তা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এইভাবে নিজের অ্যাকাউন্টে 500GB পর্যন্ত ডাটা রাখতে পারবেন গ্রাহকরা। গ্রাহকরা পাবেন বিনামূল্যে লোকাল, ন্যাশানল ও রোমিং কলের সুবিধা। এই প্ল্যানে 100 মিনিট ISD কলিং বিনামূল্যে পাওয়া যাবে। এর সাথেই গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবেন Vodafone Play ও Amazon Prime সবস্ক্রিপশান। এই প্ল্যানের গ্রাহকদের 3000 টাকার ডিভাইস প্রোটেকশান ও 499 টাকার গিফট কুপন দেবে Vodafone। 1,299 টাকার এই প্ল্যানে গ্রাহকরা দুই মাসের Netflix সাবস্ক্রিপশান বিনামূল্যে পেয়ে যাবেন।
1,999 টাকার পোস্টপেড প্ল্যানে মাসে 200GB ডাটা পাওয়া যাবে। সাথে পাওয়া যাবে 500GB রোলওভার। আগের প্ল্যানের সব সুবিধা সহ এই প্ল্যানে 200 মিনিট ISD কলিং বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানে গ্রাহকরা তিন মাসের Netflix সাবস্ক্রিপশান বিনামূল্যে পেয়ে যাবেন।
সবশেষে 2,999 টাকার পোস্টপেড প্ল্যানে মাসে 300GB ডাটা পাবেন গ্রাহকরা। এর সাথেই 500GB রোলওভারের সুবিধা পাবেন। আগের প্ল্যানের সব কলিং সুবিধার সাথেই পাওয়া যাবে 200 মিনিট ISD কল। এই প্ল্যানের সাথে Vodafone এক বছরের Netflix সাবস্ক্রিপশান বিনামূল্যে দেবে। এর সাথেই পাওয়া যাবে Amazon Prime ও Vodafone Play এর সাবক্রিপশান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Username Feature Said to Roll Out in 2026, Business Accounts Could Also Get Access
Samsung Galaxy S26 Ultra Camera, Charging Specifications Leaked Alongside Exynos 2600 Details