Jio ও Airtel কে টেক্কাদিতে বাজারে নতুন প্ল্যান লঞ্চ করল Vodafone। নতুন 159 টাকার প্রিপেড প্ল্যান বাজারেব নিয়ে এসেছে জনপ্রিয় টেলিকম কোম্পানিটি। 159 প্রিপেড প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে ভয়েক কল, SMS ও ডাটা সুবিধা পাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। Jio ও Airtel এর 149 টাকার প্ল্যানের সাথে টক্কর দিতেই এই প্ল্যান বাজারে এসেছে Vodafone। প্রসঙ্গত Jio ও Airtel এর 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।
159 টাকার প্রিপেড প্ল্যানে Vodafone প্রিপেড গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল ও প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুযোগ। কোম্পানি জানিয়েছে সব সার্কেলের সব গ্রাহকের জন্য এই প্ল্যান লঞ্চ করা হয়েছে। তবে এখনো কয়েকটি সার্কেলে এই অফারে দেখা যাচ্ছে না। নামে আনলিমিটেড কলিং হলেও 159 টাকার প্ল্যানে Vodafone গ্রাহকরা দিনে 250 মিনিট ও সপ্তাহে 1000 মিনিট লোকাল ও ন্যাশানাল কল করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। কয়েকটি সার্কেলে গ্রাহক প্রতিদিন 100 টি SMS পেলেও কয়েকটি সার্কেলে 159 টাকার প্ল্যানে মোট 100 টি SMS পাচ্ছেন গ্রাহকরা।
প্রসঙ্গত Jio র 149 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করতে পারেন। এর সাথেই এই প্ল্যানে Jio গ্রাহকরা আনলিমিটেড কল ও প্রতিদিন 100 টি SMS আর সব Jio App ব্যবহারের সুযোগ পান। Airtel এর 149 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা ব্যবহার করতে পারেন। এর সাথেই এই প্ল্যানে Airtel গ্রাহকরা আনলিমিটেড কল ও প্রতিদিন 100 টি SMS ব্যাবহারের সুযোগ পান। Jio ও Airtel এর 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন