মাসে 1000 টাকার কম দামে সাধারন মানুষের জন্য এই পরিষেবা চালু করবে Jio Fiber। সারা ভারতে Jio Fiber এর মাধ্যমে 100Mbps স্পিড পাবেন গ্রাহকরা।
Jio Fiber সার্ভিসে গ্রাহকরা VoIP ফোনের মাধ্যমে আনলিমিটেড কল করতে পারবেন
2016 সালের সেপ্টেম্বর মাস থেকে নিজেদের ব্রডব্যান্ড বার্ভিস Jio Fiber এর টেস্টিং চালাছিল Jio। বিশেষ কিছু গ্রাহককে প্রিভিউ প্ল্যানের মাধ্যমে বিনামূল্যে ডাটা দিচ্ছে Jio। এবার শোনা যাচ্ছে মাসে 1000 টাকার কম দামে সাধারন মানুষের জন্য এই পরিষেবা চালু করবে Jio Fiber। সারা ভারতে Jio Fiber এর মাধ্যমে 100Mbps স্পিড পাবেন গ্রাহকরা। এর সাথেই পাবেন একটি VoIP টেলিফোন। এই ফোনের মাধ্যমে বিনামূল্যে আলনলিমিটেড ভয়েস কল করতে পারবেন Jio Fiber এর গ্রাহকরা। এর সাথেই গ্রাহকরা পাবেন JioTV অ্যাপ এর অ্যাক্সেস। এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে। প্রসঙ্গত Jio র প্রতিযোগী এয়ারটেল গত মাসে লঞ্চ করেছে 300Mbps ব্রডব্যান্ড সার্ভিস। এই সার্ভিসের জন্য গ্রাহকদের মাসে 2199 টাকা খরচ করতে হচ্ছে। তবে কম দামের 100 Mbps প্যাকের জন্য এয়ারটেল গ্রাহকদের এই মুহুর্তে মাসে খরচ হচ্ছে 1099 টাকা। যদিও 250GB ডাটা লিমিট রয়েছে এই প্যাকে।
Mint এ এক রিপোর্টে জানানো হয়েছে ফাইবার টু হোম মডেলের অধীনে Jio Fiber সার্ভিসে গ্রাহকরা VoIP ফোনের মাধ্যমে আনলিমিটেড কল করতে পারবেন। এছাড়াও JioTV অ্যাক্সেস পাবেন Jio Fiber গ্রাহকরা। যদিও এই প্ল্যানের জন্য গ্রাহকদের কত টাকা খরচ করতে হবে তা এখনো জানায়নিন জিও। তবে ঐ রিপোর্টে জানানো হয়েছে Jio Fiber ব্যাবহারে মাসে 1000 টাকার কম খরচ হবে গ্রাহকদের।
আপাতত টেস্টিং ফেজে আছে Jio Fiber। আমেদাবাদ, চেন্নাই, জামনগর, মুম্বাই ও নতুন দিল্লিতে Jio র ফাইবার ব্রডব্যান্ডের টেস্টিং চলছে। এই কটি শহরে Jio Fiber ব্যাবহার করে নির্দিষ্ট এলাকাতে গ্রাহকরা বিনামূল্যে 100Mbps ব্রডব্যান্ড ব্যাবহার করতে পারছেন। এর সাথেই গ্রাহকরা পাচ্ছে আনলিমিটেড ডাটা। যদিও এর জন্য 4500 টাকার সিকিরিটি ডিপোজিট করতে হছে প্রত্যেক গ্রাহককে।
গ্রাহকদ্র আনলিমিটেড ডাটা দেওয়ার সাথেসাথেই Jio তাদের ফাইবার কানেকশানে VoIP টেস্টিং করছে। এর মাধ্যমে গ্রাহকের কাছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পৌঁছে দিতে চায় Jio। এর সাথেই Jio দিচ্ছে JioTV অ্যাএক্সেস। প্রসঙ্গত প্রতিযোগী Airtel তাদের ফাইবার কানেকশানের সাথে দিচ্ছে Amazon Prime Video অ্যাএক্সেস। আর তার সাথেই টক্কর দিতে Jio র রি উদ্যোগ। করেক বছর আগে ভারতের টেলিকম ইন্ডাষ্ট্রিকে আমুল বদলে দিয়েছিল মুকেশ আম্বানির এই কোম্পানি। এখন ব্রডব্যান্ড ও টিভি কানেকশানের দুনিয়ায় মুম্বাইয়ের এই কোম্পানিটি একই রকম ছাপ ফেলতে পারে কী না তা জানার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Turbo 6, Turbo 6V Launched With 9,000mAh Battery, Snapdragon Chipsets: Price, Specifications
ChatGPT vs Gemini Traffic Trend in 2025 Shows Why OpenAI Raised Code Red